Ration Card Cancellation: মিলবে না বিনামূল্যের রেশন! মে মাস থেকেই মাথায় হাত পড়বে এই সকল গ্রাহকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি কার্ডের মত জরুরী কার্ড হয়ে দাঁড়িয়েছে রেশন কার্ড (Ration Card)। যে রেশন কার্ড এখন দেশের কোটি কোটি নাগরিকদের হাতেই রয়েছে। রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ।

Advertisements

রেশন কার্ডের সবচেয়ে যে গুরুত্ব মানুষ হাড়ে হাড়ে টের পায় তাহলো বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া। ২০২০ সালে যখন দেশে করোনা ছড়িয়ে পড়েছিল সেই সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার প্রচলন শুরু হয়েছিল। যে প্রকল্প আরও পাঁচ বছর চলবে বলে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মে মাস থেকে এই প্রকল্পের আওতার বাইরে চলে যেতে পারেন লক্ষ লক্ষ উপভোক্তারা।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় মূলত সবার খাদ্যের অধিকারের পরিপ্রেক্ষিতে। কিন্তু বহু ক্ষেত্রেই আবার দেখা যায় এই ধরনের প্রকল্পের বেনিয়ম হয়ে থাকে। যে কারণে এবার এই ধরনের বেনিয়ম ঠেকানোর জন্য মে মাসে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল (Ration Card Cancellation) করা হতে পারে। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে তা সম্পর্কে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Digital Ration Card: ডিজিটাল রেশন না থাকলেও চিন্তা নেই! এবার এই পদ্ধতিতে সহজেই পান ই-রেশন কার্ড

কেন্দ্র সরকারের তরফ থেকে সবসময় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে করে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে যারা রেশন পাচ্ছেন তারা প্রত্যেকেই যেন যোগ্য উপভোক্তা হন। যে কারণেই খুব তাড়াতাড়ি এমন একটি নির্দেশিকা জারি হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে নির্দেশিকায় বলে দেওয়া হতে পারে, যে সকল উপভোক্তারা ৬ মাস বা তার বেশি সময় ধরে রেশনে খাদ্য সামগ্রী তোলেন নিয়ে তাদের রেশন কার্ড বাতিল করা হবে।

বারবার অভিযোগ উঠতে দেখা গিয়েছে, যারা অযোগ্য তারা দিনের পর দিন সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছেন। এছাড়াও অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরেই রেশনে কোনরকম খাদ্য সামগ্রী তুলছেন না। এই সমস্ত ধরনের উপভোক্তাদের এবার ধরে ধরে শনাক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এছাড়াও রেশন ব্যবস্থা নিয়ে যারা বেনিয়মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা যাচ্ছে।

Advertisements