AC is running on by hooking up in the hut of Rag Picker in Kolkata: বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে, তাতেই চলছে একাধিক ইলেকট্রনিক্স গেজেট। ফ্রিজ, টিভি, এসি সবকিছুই চলছে বেআইনিভাবে। কাগজ কুড়ানির (Rag Picker) এহেন কর্মকান্ড দেখে হতবাক কলকাতা পৌরসভার বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি। টিনের চাল দেওয়া ঝুপড়ি ঘরেই দিব্বি চলছে এসি। কলকাতা পৌরসভার অন্তর্গত ৫১ নম্বর ওয়ার্ডে এমনই অবাক করা ঘটনা ঘটতে দেখা গেছে। কলকাতা শহরের বিদ্যুৎ পরিষেবা যাচাই করতে গিয়ে বিদ্যুৎ চুরির এমন নিদর্শন সামনে এসেছে।
মধ্য কলকাতায় রাস্তার উপরেই সংসার পেতে ফেলেছে কাগজ কুড়ানিরা (Rag Picker)। টিনের ঘরে বাঁশের উপর সুইচবোর্ড লাগিয়ে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। তা দিয়ে দিব্যি চলছে টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদি। কলকাতা পৌরসভার অন্তর্গত ৫১ নম্বর ওয়ার্ডে ঘটে চলেছে এমনই ঘটনা। কিন্তু এই ধরনের বেআইনি বিদ্যুৎ সংযোগ থেকে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ কেটে দেবার নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ সন্দীপ রন্দন বক্সি। কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিমও কাগজ কুড়ানিদের (Rag Picker) এই আধিপত্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বেশ কিছুদিন আগেই।
বিভিন্ন এলাকার লাইটপোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে এই ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ চালানো হচ্ছে। কিন্তু এই ধরনের বেআইনি বিদ্যুৎ সংযোগ থেকে ঘটা কোন দুর্ঘটনার মাশুল দিতে হতে পারে সমগ্র কলকাতা বাসীকে। কলকাতার কাগজ কুড়ানিদের (Rag Picker) আধিপত্য এতটাই বেড়ে গেছে যে, তারা লাইট পোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে, শুধুমাত্র ফ্যান বা আলোর ব্যবস্থা করেনি। ফ্রিজ, টিভি, এসি সবকিছুই অবাধে চালিয়ে যাচ্ছে। বর্ষা আসার আগেই শহরের সমস্ত ইলেকট্রিক পোল গুলিকে ভালো করে যাচাই করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরাহাদ হাকিম। সেখান থেকেই বিদ্যুৎ চুরি করার ঘটনা সামনে আসে। কাগজ কুড়ানিদের এই কর্মকাণ্ড দেখে তাজ্জব বনে গেছেন কলকাতা পৌরসভার মেয়র স্বয়ং ফিরহাদ হাকিমও। বিদ্যুৎ চুরি করা হলে, সেই অংশ থেকে একটি তার বাইরের দিকে বেরিয়ে থাকে আর সেই তার থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হতে পারে সাধারণ মানুষের।
এই মুহূর্তে রাজ্য জুড়ে গরমের দাপট চলছে, প্রচন্ড গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। কিন্তু গরম কেটে গেলেই বর্ষা আসবে। তাই বর্ষার আগমনের আগে থেকেই রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য একটি মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ ও দমকল বিভাগের প্রতিনিধিরা। কাগজ কুড়ানিদের (Rag Picker) বিদ্যুত চুরি আটকানোর পাশাপাশি বেলেঘাটা এলাকায় জল জমা নিয়ে প্রতিবছর যে সমস্যা সৃষ্টি হয়, তা মেটাতে উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতার বিভিন্ন উড়ালপুল অন্ধকারে ঢেকে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত জায়গায় আলোর ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। এছাড়াও বর্ষার সময় যানবাহনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কলকাতা পুলিশের সাহায্য চেয়েছে পৌরসভা।
গড়িয়া হাট উড়ালপুল, এজিসি বোস ফ্লাইওভারের আলো মাঝেমধ্যে কেন বন্ধ থাকছে? বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজ কুড়ানিদের (Rag Picker) বিদ্যুৎ চুরির ঘটনাটিও যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। কেআইআইপির কাজেও সন্তুষ্ট নয় কলকাতা পৌরসভা। কলকাতার বিভিন্ন জায়গায় পুরনো পাইপ বদলে ফেলে রাখা রয়েছে রাস্তার উপরেই। এই বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম কমিশনার ধবল জৈনকে নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত পুরনো পাইপ রাস্তার উপর থেকে সরিয়ে পৌরসভার বজ্র প্রক্রিয়াকরণের প্ল্যানটিতে নিয়ে এসে ফেলার। সাধারণ মানুষের সুবিধার্থে বর্ষা আসার আগেই জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ইলেকট্রিক পরিষেবা, রাস্তাঘাট, যানবাহন সবকিছুর উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে কলকাতা পৌরসভা।