Free AC Servicing: খরচ হবে না এক পয়সাও! পুরো ফ্রিতে AC সার্ভিসিং করে দিচ্ছে এই সংস্থা

Prosun Kanti Das

Published on:

Advertisements

This company provides the opportunity of AC Servicing completely free: গরম পড়তে না পড়তেই এসির ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। তা সে বাড়িতেই হোক বা গাড়িতে। এসির অতিরিক্ত ব্যবহার করা হলে, তাকে সার্ভিসিং করানোরও প্রয়োজন পড়ে। কিন্তু এসি সার্ভিসিং করানো একটু ব্যায় সাপেক্ষ ব্যাপার, তাই সমস্যায় পড়েন অনেকেই। এই সমস্যা মেটাতে জাপানি সংস্থা নিসান নিল এক নতুন উদ্যোগ। ভারতে আয়োজন করা হয়েছে বিনামূল্যে এসি সার্ভিসিং (Free AC Servicing) ক্যাম্পের। সারা ভারত জুড়ে ১২০ টি সার্ভিসিং সেন্টারে এই ক্যাম্প আয়োজিত হবে। ১৫ ই এপ্রিল থেকে ১৫ই জুন দুমাস ধরে ক্যাম্পটি চলবে। আপনিও চাইলেই এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেন।

Advertisements

এই তীব্র গরমে এসি ছাড়া গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এত বেশি পরিমাণে এসি চালানোর ফলে গাড়ির এসিতে সমস্যা হতেই পারে। কারো হয়তো এসির কম্প্রেসার খারাপ হয়ে গেছে, কারো আবার অন্য কোন যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পূর্ণ ফ্রি এসি চেকআপ (Free AC Servicing) ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এসি সার্ভিসিং এর জন্য এক পয়সাও দিতে হবে না গ্রাহককে। লেবার চার্জের ক্ষেত্রে ২০% ছাড় এবং ভ্যালু এডেড সার্ভিস ট্যাক্সের উপর ১০% ছাড় পাবেন গ্রাহকরা।

Advertisements

গাড়ির বিভিন্ন পার্টস, ও অন্যান্য এক্সেসরিজের উপরেও ছাড় পাবেন গ্রাহকরা। আপনি যদি পিরিয়ডিক মেইনটেনেন্স সার্ভিস নিতে চান তাহলে কার পিকআপ, কার ড্রপ, কার ওয়াশ এবং অতিরিক্ত ২০ পয়েন্ট সার্ভিস চেকআপের সুবিধা পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এসি খুব হাই মেইনটেনেন্স একটি মেশিন। তাই এসি খারাপ হলে তা সারানোর সময় সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এসি সার্ভিসিং (Free AC Servicing) ক্যাম্পের আয়োজন করেছে জাপানি সংস্থা নিসান।

Advertisements

আরও পড়ুন ? Inverter or Non Inverter AC: কেন ইনভার্টার এসিতে ইলেকট্রিক বিল কম আসে! টেকনোলজিতেই রয়েছে আসল খেলা

জাপানি সংস্থা নিসান ব্র্যান্ডের একটি গাড়ি ভারতীয় বাজারে বিক্রি করা হয়। মডেলটির নাম নিসান ম্যাগনাইট। ২০২০ সাল থেকে ভারতীয় বাজারে এই গাড়ির বিক্রির হার বেশ ভালই রয়েছে। ২০২১ সালে গাড়িটির ৩৩,৯০৫ ইউনিট বিক্রি হয়েছিল। ২০২২ সালে ৩২,৫৪৬ ইউনিট এবং ২০২৩ সালে ৩০,১৪৬ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ির। ২০২৩ সালে গাড়ির নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ করা হয়েছে ভারতে। ভারতীয়দের মধ্যে যারা এই গাড়ি ব্যবহার করে তারাই ফ্রি সার্ভিসিং (Free AC Servicing) ক্যাম্পের সুযোগ সুবিধা নিতে পারবেন।

২০২০ সাল থেকে ২৩ সালের মধ্যে বিক্রি হওয়া নিসান মেগনাইটের কয়েকটি মডেলকে রিকলও করেছে সংস্থা। গাড়ির ফ্রন্ট ডোর হ্যান্ডালে ত্রুটি থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে নিসান মোটর ইন্ডিয়া। যাদের কাছে এই মডেলের গাড়ি রয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে কোম্পানির তরফ থেকে। প্রয়োজন পড়লে গাড়ির সেন্সর গুলিকে রেট্রোফিট করে দেওয়া হবে, এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে (Free AC Servicing)। এমনই প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। তবে এর কারণে, ড্রাইভিং নিয়ে চিন্তা করার কোন কারণ নেই। স্বাভাবিকভাবেই নিশ্চিন্তে ড্রাইভিং করতে পারবেন গ্রাহকরা।

Advertisements