নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের অধিকাংশ জায়গাতেই বেড়ে চলেছে অনলাইন আর্থিক লেনদেন। আবার এই অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই (UPI)। খুব কম সময়ের মধ্যে এবং সহজেই আর্থিক লেনদেন করার সুযোগ থাকার কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পরিষেবা। আর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নতুন এই পরিষেবা এক বড় পরিকল্পনা নিতে চলেছে। যে বড় পরিকল্পনায় অনেক বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ভারতের মতো দেশে ইউপিআই পরিষেবার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে বহু সংস্থা রয়েছে যারা ইউপিআই পরিষেবা প্রদান করছে এনপিসিআই (NPCI) এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে। এছাড়াও যে সকল ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকগুলিও তাদের অ্যাপের মাধ্যমে ইউপিআই পরিষেবা দিয়ে থাকে। তবে এসবের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে PhonePe, GPay, Amazon এর মত ইউপিআই অ্যাপগুলি।
ইউপিআই ব্যবহার করার জন্য যে সকল থার্ড পার্টি অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপের মাধ্যমে মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ইত্যাদি লিংক করা যায়। কিন্তু এযাবৎ অনলাইন যে সকল অনলাইন ওয়ারলেট রয়েছে সেগুলি ব্যবহার করা যায় না এই সকল অ্যাপ থেকে। অথচ দেখা যায় ঐ সকল অনলাইন ওয়ালেটে বহু সময় মোটা টাকা থাকে। যে কারণে ওয়ালেটে থাকা মোটা টাকা ব্যবহার করতে না পেরে বহু ক্ষেত্রেই সমস্যা অথবা অসুবিধার মধ্যে পড়েন ব্যবহারকারীরা।
আরও পড়ুন ? Itel Super Guru 4G: ১৭৯৯ টাকার ফোনে UPI, Youtube! নতুন 4G ফোন নিয়ে হাজির Itel
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি পরিকল্পনা নিচ্ছে যাতে করে ঐ সকল অনলাইন ওয়ালেটের টাকাও থার্ড পার্টি ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে ব্যবহার করা যায়। মূলত ইউপিআই পরিষেবা আরও জনপ্রিয় করে তোলার জন্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যেখানে পিপিআই অ্যাকাউন্ট হোল্ডাররা বিশেষ সুবিধা পাবেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে যাতে করে ঐ সকল থার্ড পার্টি ইউপিআই অ্যাপের সঙ্গে পিপিআই ব্যবস্থা যুক্ত করে অনলাইন ওয়ালেটগুলিতে থাকা টাকা ব্যবহার করা যায়। এর ফলে অনলাইন ওয়ালেট রয়েছে এমন বহু গ্রাহক নিজেদের পছন্দমত ইউপিআই থার্ড পার্টি অ্যাপের সঙ্গে তাদের ওয়ালেট লিঙ্ক করে পেমেন্ট করার মত সুযোগ সুবিধা পাবেন। তবে এই সুবিধা কবে থেকে চালু হবে তা এখনই জানানো হয়নি।