Buy Sprinkler Fan today to escape the heat at low cost: চলতি বছরে রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা। তাপমাত্রা ৪৪ ডিগ্রী পার। গরমের দাপটে সরকারি স্কুলগুলিতেও পড়ে গেছে ছুটি। কিন্তু সেই ছুটি মজায় কাটাতে পারছে না পড়ুয়ারা। কাঠফাটা গরমে না পারছে বাইরে বেরোতে না পারছে ঘরে থাকতে। তীব্র গরমে কাজ করতে ব্যর্থ হচ্ছে কুলার ফ্যানগুলো। তাই আজকের এই প্রবন্ধে জানানো হয়েছে এক বিশেষ ফ্যানের (Sprinkler Fan) সম্পর্কে। যে ফ্যানের মাধ্যমে ঘরের গরম বাতাস উধাও হয়ে ঘর শীতল হয়ে উঠবে। রয়েছে অত্যাধুনিক ফিচার্স। দাম রয়েছে সাধ্যের মধ্যে। চলুন সেই ফ্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
হাসফাঁস গরম থেকে মুক্তি পেতে এসি বা কুলার কেনার চিন্তাভাবনা করছেন? এই চিন্তা হাটান। বাড়িতে আনুন এই নতুন স্প্রিঙ্কলার ফ্যান (Sprinkler Fan)। যা এসির মতো কাজ করবে। গ্রীষ্মকালের তাপপ্রবাহে এই ফ্যানের অবদান দারুন। মূলত এই স্প্রিঙ্কলার ফ্যান হলো জল মিশ্রিত ফ্যান। যা বাতাস এবং জলের স্প্রে সহযোগে ঘরের বাতাসকে ঠান্ডা করে দেবে।
মূলত বিয়ে বাড়ি বা পার্টি অনুষ্ঠানে এই ধরনের ফ্যান লক্ষ্য করা যায়। তবে বাজারে স্প্রিঙ্কলার ফ্যান নতুন এসেছে। যা অত্যন্ত ঠান্ডা বাতাস প্রদানকারী শক্তিশালী ফ্যান। যার কাজ হল ঘরের মধ্যে জলের স্প্রে করে ঘরের বাতাসকে দ্রুত শীতল করে তোলা। এছাড়া এই ফ্যানের বিশেষ বৈশিষ্ট্য হলো স্প্রিঙ্কলার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ নিজের প্রয়োজন অনুযায়ী জলের স্প্রিঙ্কলার নিয়ন্ত্রণ করতে পারেন।
কিভাবে কাজ করে? স্প্রিঙ্কলার ফ্যান একটি কলের সাথে যুক্ত থাকে। পাশাপাশি ফ্যানের মধ্যে রয়েছে ছোট ছোট গর্ত। যার ফলে কল এবং ফ্যান অন করার সাথে সাথেই জল স্প্রে আকারে ছড়িয়ে পড়বে এবং প্রবল বাতাস প্রবাহিত হবে। যার ফলে অস্বস্তি গরমের অনুভূতি নিমিষেই দূর হবে। এটি একটি পোর্টেবল ফ্যান। যা যে কোনো জায়গায় বহন করা যায়। পাশাপাশি এই ফ্যান রাখার জায়গাও খুব একটা লাগেনা।
অনলাইনে উপলব্ধ রয়েছে এই স্প্রিঙ্কলার ফ্যান (Sprinkler Fan)। অ্যামাজনে ‘HAVAI মিস্ট ফ্যান’ নামে উপলব্ধ রয়েছে এই ফ্যান। যার দাম রয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা। তবে চিন্তা নেই, এই দামে কিনতে হবে না। মাত্র ১৬,৯৮৯ টাকায় পেয়ে যাবেন এই শক্তিশালী কুলিং ফ্যান। যা আপনার গ্রীষ্মের ছুটিকে দারুন আনন্দ এবং মজার করে তুলবে।