These 4 major changes are going to come in the new model of Maruti Suzuki Swift: মারুতি সুজুকি কোম্পানির বেশ কিছু মডেলের গাড়ি বাজারে প্রচলিত রয়েছে। বেশিরভাগই হ্যাচব্যাক জাতীয়। অর্থাৎ, সাভ ও সেডানের মাঝামাঝি। এর মধ্যে অন্যতম জনপ্রিয় মডেলটি হল মারুতি সুজুকি সুইফট। এই মডেলটির ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে মারুতি সুজুকি কোম্পানি। পুরনো মডেলের চেয়ে চারটি বড় পার্থক্য থাকবে নতুন মডেলটিতে। সেফটি ফিচারস থেকে শুরু করে কেবিন লুক সবেতেই থাকবে নতুন চমক। খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে নতুন মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki New Swift) মডেলটি।
পুরনো মডেলের সাথে নতুন মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki New Swift) মডেলটির অনেক পার্থক্য রয়েছে। গাড়ির বাম্পার থেকে শুরু করে বনেট, ফ্রন্ট গ্রিল, হেডলাইট সবকিছুতেই থাকবে নতুনত্ব। এমনকি ফ্রন্ট ডোর হ্যান্ডেলেও থাকবে নতুনত্বের ছোঁয়া। পুরনো ও নতুন মডেলের মধ্যে গাড়ির আয়তনেও কিছুটা পরিবর্তন থাকবে। ইতিমধ্যে ইউরোপ ও জাপানে লঞ্চ করা হয়েছে নতুন মারুতি সুজুকি সুইফট মডেলটি। খুব শীঘ্রই ভারতেও মডেলটি লঞ্চ করতে চলেছে সংস্থা।
নতুন মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki New Swift) গাড়িটির মাধ্যমে সুইফট গাড়ির চতুর্থ প্রজন্ম আস্তে চলেছে গাড়ির বাজারে। নতুন গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই গাড়িতে। এই সংক্রান্ত ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং কর্তৃপক্ষের সদস্যরা। গাড়ি প্রেমিরা, নতুন গাড়িটির জন্য রীতিমতো অপেক্ষা করছেন। তবে ব্যবসায়িক সূত্রের খবর থেকে জানা গেছে, নতুন গাড়িটিতে পরিবর্তন বলতে মূলত সেফটি ফিচার্সের দিকেই নজর দিচ্ছে সংস্থা।
আরও পড়ুন ? Car Air Conditioner: ১ লিটার তেলে গাড়িতে কতক্ষণ এসি চলবে! জেনে নিন হিসেব নিকেশ
নতুন নিয়ম অনুযায়ী, যে কোন গাড়িতে ৬ টি এয়ার ব্যাগের সুবিধা দেওয়া হবে। শুধুমাত্র টপ মডেলের গাড়ি নয়, যেকোনো বেস মডেলের গাড়িতেও এই সুবিধা পাওয়া যাবে। নতুন মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki New Swift) এই নিয়মের উর্ধ্বে নয়। এয়ারব্যাগ ছাড়াও ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, টায়ার প্রেসার মনিটরিং, অ্যান্টি লক ব্রেকিং ইত্যাদি সুযোগ-সুবিধা পাওয়া যাবে নতুন মডেলটিতে। জাপানে ইতিমধ্যে গাড়িটি ফোরস্টার রেটিং পেয়েছে। ভারতীয় বাজারে যেহেতু গাড়িটির দাম অনেক কম রাখা হয়েছে, তাই সমস্ত ফিচার্স এখানকার মডেলে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।
গাড়ির কেবিনেও একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। ওয়্যারলেস চার্জিং, টাচ স্ক্রিন ইনফোটেন্ট সিস্টেম, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম ইত্যাদি সুবিধা থাকবে গাড়িটিতে। নতুন প্রযুক্তি দ্বারা তৈরি করা ইঞ্জিন মাইলেজের ক্ষেত্রে অনেকটাই ভালো পারফরম্যান্স দিতে পারবে বলে আশা করা যায়। মারুতি সুজুকি সুইফট পুরনো মডেলটির চাহিদা গাড়ির বাজারে বেশ ভালো। গাড়িটির দাম ৪ লক্ষের চেয়ে কম রাখা হয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই মারুতি সুজুকি সুইফটের নতুন মডেলটির দামও কমই রাখা হবে বলে আশা করা হচ্ছে।