Car Air Conditioner: ১ লিটার তেলে গাড়িতে কতক্ষণ এসি চলবে! জেনে নিন হিসেব নিকেশ

Prosun Kanti Das

Published on:

Advertisements

How long does the car Air Conditioner run on 1 liter of petrol: যেসব গাড়ি চালকরা সকাল থেকে রাত অব্দি গাড়ি চালান তারাই জানেন কতটা কষ্ট করতে হয় গাড়ি চালানোর জন্য। গ্রীষ্মের এই তীব্র গরমে দুপুরের সময় গাড়ি চালানো সত্যি বড় কষ্টকর। গরমের মধ্যে গাড়িতে দীর্ঘক্ষণ থাকার ফলে যাত্রী এবং চালকের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। চালক এবং যাত্রী উভয় জনকেই অস্বস্তিকর পরিবেশের মুখে পড়তে হয়। এই গরমে বেশিক্ষণ গাড়িতে থাকলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে যদি আপনি গাড়িতে এসি (Car Air Conditioner) চালান তাহলে কতটা ফুয়েল খরচ হতে পারে জানেন কিনা?

Advertisements

যখনই আপনি গাড়ি চালাবেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে ফুয়েল ইন্ডিকেটর এবং অবশ্যই নিজের পকেটের দিকে। শুধুমাত্র গরমের হাত থেকে বাঁচার জন্য অনেকক্ষণ ধরে এসি চালিয়ে রাখলাম তাতেই সবকিছু হবে না। অনেকেই বিশ্বাস করেন গাড়িতে যদি টানা অনেকক্ষণ এয়ার কন্ডিশনার (Car Air Conditioner) চলে তাহলে তেল খরচ ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। এটাই আজকে ভালোভাবে যাচাই করতে হবে।

Advertisements

যদি দেখেন রাস্তায় বেরিয়ে ট্রাফিক বেশি তাহলে চেষ্টা করবেন এসি সর্বদা বন্ধ রাখার। আপনি যতক্ষণ এসি চালাবেন আপনার ফুয়েল খরচ ততই বাড়বে। যতই চাঁদিফাটা গরম পড়ুক না কেন এসি (Car Air Conditioner) চালানো থেকে বিরত থাকেন গাড়ি মালিকরা। এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়ে এবং এর ফলে গাড়ির মালিকদের পকেটের অবস্থা যে শোচনীয় হয় তা সন্দেহের অবকাশ রাখেনা। গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে।

Advertisements

আরও পড়ুন ? Portable AC: ইনস্টলেশনের ঝামেলার দিন শেষ! এবার এসে গেল পোর্টেবল এসি, সহজেই মিলবে ঠাণ্ডা বাতাস

ধরুন আপনি গাড়ি চালানোর সময় পাক্কা এক ঘণ্টা ধরে এসি (Car Air Conditioner) চালিয়েছেন তাহলে ঠিক কতটা জ্বালানি খরচ হতে পারে বলে আপনার মনে হয়? এই প্রতিবেদনের মাধ্যমে আপনি যথাযথ হিসাব পেয়ে যাবেন। একাধিক রিপোর্ট ও সমীক্ষা অনুযায়ী, গাড়ির এসি চালু থাকলে ৪ থেকে ১০ শতাংশ পেট্রল বা ডিজেলের খরচ বেড়ে যায়। প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রল শুষে নেয় এয়ার কন্ডিশনিং সিস্টেম।

একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে,যদি কোনো ব্যক্তি এক ঘণ্টা মারুতি বোল্যানো গাড়িতে এসি চালিয়ে রাখেন তাহলে পেট্রল খরচ হয়েছে ১.৬৬ লিটার। কলকাতায় পেট্রল প্রতি লিটারে প্রায় ১০৪ টাকা আবার ডিজেলের দাম এক লিটারে প্রায় ৯১ টাকা। এই দাম কিন্তু শহর বিশেষে পরিবর্তিত হয়। ফলে হিসাব করে নিন খরচও সেই অনুযায়ী পরিবর্তন হবে। গাড়ির কোম্পানি ও ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ীও তেল পোড়ার পরিমাণ কমে-বাড়ে। সেই অনুযায়ী আপনার গাড়ির তেলের খরচও বাড়বে কিংবা কমবে।

Advertisements