Madhyamik Result 2024: বাতাসা কাটেন বাবা, চরম দারিদ্র্যের মাঝেও মাধ্যমিকে নজর কাড়লেন সুন্দরবনের সুমনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

In Madhyamik Result of 2024, Sumana of Sundarbans caught attention even amid poverty: ইচ্ছে থাকলে সাফল্য আসবেই কোন প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। ২০২৪ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে আরো একবার প্রমাণিত হলো বিষয়টি। চরম প্রতিকুলতাকে উপেক্ষা করে আবারো সাফল্য পেল এক ছাত্রী। কিছুদিন আগেই ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2024) বেরিয়েছে। অত্যন্ত অভাবের মধ্যে বড় হওয়া সুন্দরবনের ছাত্রী সুমনা মাধ্যমিকে ৬৪৭ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সে স্বপ্ন দেখে ডাক্তার হবার, আর সেই স্বপ্ন সত্যি করতে তার প্রয়োজন আর্থিক সাহায্য।

Advertisements

সুন্দরবন এলাকার কৃষ্ণচন্দ্রপুরের শীতলা রোডের বাসিন্দা সুমনা হালদার। তার বাবা সুভাষ হালদার বাতাসা কাটার কাজ করেন। এই কাজে আয় খুবই কম। তাই দিয়েই কোন রকমে টেনেটুনে সংসার চলে সুমনাদের, সুমনার দিদির বিয়ে হয়ে গেছে। সুমনা এখনো পড়াশোনা করছে, আর একটি ছোট ভাই রয়েছে তার। মা নিতান্ত ছাপোসা গৃহবধু। একটি ছোট বাড়িতে পরিবারের সবাই একসাথেই বাস করেন। আর তার মধ্যেই অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয় সুমনাকে। মাধ্যমিকের সাফল্য (Madhyamik Result 2024) তার অনেক কষ্টের ফল।

Advertisements

সুমনা হালদার সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী। মাধ্যমিকে (Madhyamik Result 2024) ৭০০ মধ্যে ৬৪৭ পেয়ে স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। বেশিরভাগ বিষয়ে নব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে সুমনা। চলুন দেখে নেওয়া যাক সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে। ভূগোলে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, ইতিহাসে ৯০, প্রথম ভাষা বাংলায় ৯১ পেয়েছে সুমনা। এছাড়া গণিতে ৮৭ এবং দ্বিতীয় ভাষা ইংরেজিতে ৮৫ নম্বর পেয়েছে সে। তবে সুমনা জানিয়েছে, তার আশা পূর্ণ হয়নি। সে আশা করেছিল অন্তত ৬৬৫ থেকে ৬৭০ মধ্যে নম্বর পাবে সে।

Advertisements

আরও পড়ুন ? IAS Himanshu Gupta: চাওয়ালার ছেলে IAS অফিসার! বিনা প্রশিক্ষণে UPSC ক্র্যাক করা হিমাংশুর লড়াই অনুপ্রেরণা দেবে আপনাকেও

তার এই সাফল্যে (Madhyamik Result 2024) খুশি তার পরিবার, এলাকার মানুষজন ও তার স্কুলের সকলে। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা তাকে সাধুবাদ জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জানান, কোনরকম প্রাইভেট টিউটর ছাড়াই সাফল্য পেয়েছে সুমনা, শুধুমাত্র নিজের ইচ্ছা আর চেষ্টার জোরে। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান নিয়ে পড়তে চায় সে। তাকে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে যথাসাধ্য সহযোগিতা করছে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা।

ডাক্তার হবার স্বপ্ন দেখে সুমনা। সেই স্বপ্ন পূরণ করতে নিট পরীক্ষায় বসতে চায় সে। প্রস্তুতি নিতে চায় পরীক্ষার জন্য। কিন্তু এই স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর্থিক সমস্যা। তাই মাধ্যমিক উত্তির্ন (Madhyamik Result 2024) হবার পর সরকার বা অন্যান্য সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য করার আবেদন জানিয়েছে সুমনা ও তার পরিবার। যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে সে তার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। এমনকি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তার হয়ে সর্বসাধারণের কাছে আবেদন করেছেন, যদি কেউ তার পাশে এসে দাঁড়ায় তাহলে সে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।

Advertisements