Adani One App: শুধু IRCTC নয়, এবার ট্রেনের টিকিট বিক্রি করবেন আদানি, আনলেন দারুণ অ্যাপ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের যে সকল ধনকুবের শিল্পপতিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন গৌতম আদানি (Gautam Adani)। গৌতম আদানির আদানি গ্রুপ (Adani Group) দিন দিন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়ে চলেছেন। ঠিক সেই রকমই এবার তারা একটি অ্যাপ নিয়ে এলেন, যার মাধ্যমে বুকিং করা যাবে ট্রেনের টিকিট। নতুন এই অ্যাপের ফলে এবার কেবলমাত্র IRCTC-র রেল কানেক্ট অ্যাপের উপর ভরসা করে থাকতে হবে না।

Advertisements

গৌতম আদানির আদানি গোষ্ঠী নতুন যে অ্যাপটি লঞ্চ করেছে তার নাম হলো আদানি ওয়ান অ্যাপ (Adani One App)। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ট্রেনের টিকিট বুক করা যাবে। এছাড়াও ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে সেই টিকিট কনফার্ম হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে তাও টিকিট বুকিং করার সময় দেখিয়ে দেওয়া হচ্ছে।

Advertisements

আদানি গোষ্ঠী ট্রেনের টিকিট বিক্রি করার জন্য নতুন এই যে অ্যাপটি লঞ্চ করেছে তাতে আরও একাধিক বাড়তি সুবিধা রয়েছে। যেমন এই অ্যাপে রয়েছে ফ্রি ক্যান্সলেশন অপশন। অর্থাৎ টিকিট বুকিং করার পর টিকিট বাতিল করলে কোন টাকা কাটবে না। টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে অ্যাপের মধ্যেই। এর পাশাপাশি রয়েছে রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগ। এই সকল সুযোগ সুবিধা দেওয়ার ফলে আদানি গোষ্ঠীর এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা আরও অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Indian Rail: আরও কম সহজে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে! ট্রেনের গতি বাড়াতে এই সেকশনে রেল নিচ্ছে বড় উদ্যোগ

আদানি গোষ্ঠীর আদানি ওয়ান অ্যাপের মাধ্যমে কেবলমাত্র ট্রেনের টিকিট বুকিং করা যাবে তা নয়। এর পাশাপাশি বিমানের টিকিট, বাসের টিকিট, হোটেল বুকিং, ক্যাব বুকিং, খাবার অর্ডার, ফ্লাইটের স্ট্যাটাস, পার্কিং বুকিং সহ আরো বিভিন্ন পরিসেবা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠীর তরফ থেকে এই অ্যাপের নাম যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই অ্যাপ ব্যবহারকারীদের একসঙ্গে একগুচ্ছ সুবিধা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

আদানি গোষ্ঠী মূলত ট্রেনের টিকিট আইআরসিটিসির সঙ্গেই চুক্তিবদ্ধ হয়ে বিক্রি করছে। আইআরসিটিসির রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে যেভাবে পরিষেবা দেওয়া হয়ে থাকে ঠিক একইভাবে আদানি গোষ্ঠীর অ্যাপের মাধ্যমেও পরিষেবা দেওয়া হচ্ছে। যদিও আদানি গোষ্ঠীর এই অ্যাপের ব্যবহার আরো অনেকটাই সহজ সরল করা হয়েছে। অন্যদিকে মনে রাখতে হবে, IRCTC হল একটি অথরাইজড ভারতীয় রেলের টিকিট প্রদানকারী সংস্থা।

Advertisements