CIBIL Score: সহজেই মিলবে লোন! এই ৩ উপায়ে ঠিকঠাক রাখুন সিবিল স্কোর

Antara Nag

Published on:

Advertisements

If you adopt these 3 ways, the CIBIL score will be good: হঠাৎ করে অনেকগুলো টাকা একসাথে প্রয়োজন হলে, লোন নেওয়া ছাড়া উপায় থাকে না অনেকেরই। ব্যাংক থেকে তো লোন নেওয়া হয়ই, এছাড়াও অন্যান প্রাইভেট সংস্থা থেকেও অনেকে লোন নিয়ে থাকেন। লোন যেখান থেকেই নেওয়া হোক না কেন সংস্থার প্রথম নজর থাকে গ্রাহকের সিভিল স্কোরের দিকে। লোন দেবার আগে গ্রাহকের সিভিল স্কোর (CIBIL Score) বাধ্যতামূলকভাবে চেক করা হয় যে কোন সংস্থার পক্ষ থেকে। এই সিভিল স্কোরই নির্ধারণ করে আপনি নির্দিষ্ট সংস্থা থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থের লোন নেবার যোগ্য কিনা? যথেষ্ট সীভিল স্কোর না থাকলে সংস্থা আপনাকে লোন নাও দিতে পারে।

Advertisements

সমীক্ষা বলছে ৭৯ শতাংশ লোন দেওয়া হয় সিভিল স্কোরের (CIBIL Score) উপর নির্ভর করেই। লোন নেবার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সিভিল স্কোর সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। আপনি চাইলেই আপনার সিভিল স্কোর বাড়াতে পারেন। খুব সাধারণ কিছু বিষয় মাথায় রাখলেই সিভিল স্কোর উন্নতি করা সম্ভব। লো সিভিল স্কোরের সমস্যা থেকে মুক্তি পেতে এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন। আজকের প্রতিবেদনে সিভিল স্কোর সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।

Advertisements

মূলত সিভিল স্কোর (CIBIL Score) বলতে বোঝায়, এক ধরনের রেটিং সিস্টেমকে। সিভিল স্কোরের মান থাকে ৩০০ থেকে ৯০০ র মধ্যে। আপনার আর্থিক পারফরমেন্সের পরিমাণ মাপা হয়, এই সিভিল স্কোরের মাধ্যমে। সবথেকে কম ও সবথেকে বেশি আর্থিক ট্রানজাকশন এর উপর নির্ভর করে তৈরি হয় সিভিল স্কোর। যার সিভিল স্কোর যত বেশি হবে তার লোন পাবার সম্ভাবনা তত বেশি হবে। কোন গ্রাহকের যদি সিভিল স্কোল ৭৫০ এর বেশি হয় তাহলে, তার রেটিং উন্নত মানের বলে ধরা হয়।

Advertisements

আরও পড়ুন ? Cash Loans Guidelines: লোন দেওয়া নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা, নগদে লেনদেনে কড়াকড়ি

কারো সিভিল স্কোর (CIBIL Score) খারাপ থাকলে, খুব সহজেই তা ঠিক করা যায়। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ক্রেডিট কাউন্সিলাররা। আমরা যেমন মানসিক স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাইকোলজিস্টের কাছে যাই, ক্যারিয়ারের উন্নতি করার জন্য ক্যারিয়ার কাউন্সিলরের কাছে যাই। ঠিক তেমনি ব্যাংকের ক্রেডিট স্কোর উন্নত করতে সাহায্য করে ক্রেডিট কাউন্সিলাররা যারা লোন নিয়ে তা পরিশোধ করতে পারছেন না কিংবা স্কোর কম থাকার জন্য লোন নিতে পারছেন না তারা ক্রেডিট কাউন্সিলরদের সাথে যোগাযোগ করতে পারেন।

ক্রেডিট স্কোর (CIBIL Score) সম্পর্কিত বিশেষজ্ঞদের মতে, কোন গ্রাহকের সিভিল স্কোর ৭৫০ এর নিচে থাকলে কয়েকটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। প্রথমত, আপনি যদি একাধিক ক্রেডিট কার্ডের মালিক হয়ে থাকেন তাহলে একটি প্রয়োজনীয় ক্রেডিট ছাড়া বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিন। ক্রেডিট কার্ডের লিমিট হিসেবে মাসিক যে পরিমাণ অর্থ নির্ধারণ করা রয়েছে, প্রতিমাসে তার ৩০ শতাংশের মধ্যে নিজের খরচ মেটানোর চেষ্টা করুন। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করবার জন্য শেষ তারিখ অব্দি অপেক্ষা করবেন না। তার আগেই বিল পরিশোধের চেষ্টা করুন। এই কয়েকটি জিনিস মেনে চললেই আপনার সিভিল স্কোর উন্নত হতে পারে।

Advertisements