Train Ticket: বিনামূল্যে মিলবে কনফার্ম টিকিট, IRCTC ছাড়াও রয়েছে আরও ৪ অ্যাপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) বিভিন্ন ট্রেনে সংরক্ষিত টিকিট (Train Ticket) বড় সংখ্যার যাত্রীরা অনলাইনে বুকিং করে থাকেন। অনলাইনে বুকিং করার ক্ষেত্রে অধিকাংশ যাত্রীকেই ভরসা করতে দেখা যায় IRCTC-র অফিসিয়াল অ্যাপ রেল কানেক্ট (Rail Connect) এর উপর। কেননা এটি হলো ভারতীয় রেলের একটি অথরাইজড সংস্থা। তবে আইআরসিটিসির এই অ্যাপ ছাড়াও রয়েছে আরও ৪টি অ্যাপ, যেগুলি থেকে বিনামূল্যে সহজেই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায়।

Advertisements

১) ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাপ হিসাবে পরিচিত পেটিএম অ্যাপ থেকেও ট্রেনের টিকিট বুকিং করা যায় খুব সহজেই। এর জন্য paytm অ্যাপে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে ট্রেনের টিকিট বুকিং করার যে জায়গা রয়েছে সেই জায়গায় ক্লিক করে সহজেই কনফার্ম টিকিট পাওয়া যায়। এই অ্যাপ থেকে কনফার্ম টিকিট বুকিং করার জন্য বেছে নিতে হয় কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাত্রা করছেন, যাত্রার দিন ইত্যাদি।

Advertisements

২) পেটিএম ছাড়াও আরও অ্যাপ জনপ্রিয় অ্যাপ হল ফোন পে। ফোন পের মতো জনপ্রিয় ইউপিআই অ্যাপ থেকেও ট্রেনের টিকিট বুকিং করা যায়। ফোন পে ইউপিআই অ্যাপ থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড ট্রানজিট ক্যাটাগরিতে থাকা ট্রেনের টিকিট বুকিংয়ের অপশন রয়েছে। যেখানেও যাত্রা এবং গন্তব্যের স্টেশন ও যাত্রার দিন বেছে সহজেই টিকিট পাওয়া যায়।

Advertisements

আরও পড়ুন ? Adani One App: শুধু IRCTC নয়, এবার ট্রেনের টিকিট বিক্রি করবেন আদানি, আনলেন দারুণ অ্যাপ

৩) ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার ক্ষেত্রে আরও একটি জনপ্রিয় অ্যাপ হল Confirm Tkt। এই অ্যাপের মাধ্যমেও খুব সহজে যাত্রীরা ট্রেনের রিজার্ভেশন টিকিট পেতে পারেন। বহু যাত্রী রয়েছেন যারা এই অ্যাপ ব্যবহার করে থাকেন। কেননা এই অ্যাপে একাধিক সুবিধা দেওয়া হয় যা অন্যান্য বিভিন্ন অ্যাপে নেই।

৪) সম্প্রতি সহজেই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়ার জন্য লঞ্চ হয়েছে আগামী গোষ্ঠীর আদানি ওয়ান অ্যাপ। যে অ্যাপটিতেও খুব সহজেই ট্রেনের টিকিট বুকিং করা যায়।

আইআরসিটিসি ছাড়া অন্যান্য যে সকল অ্যাপ রয়েছে সেই সকল অ্যাপগুলির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কেননা এই সকল অধিকাংশ অ্যাপে যেমন টিকিট বুকিং করা অনেক সহজ, ঠিক সেই রকমই আবার টিকিট বাতিল করা হলে কোন রকম টাকা কাটা হয় না। পুরো টাকায় রিফান্ড পেয়ে থাকেন যাত্রীরা। তবে প্রত্যেকটি অ্যাপ ট্রেনের টিকিট বিক্রি করার ক্ষেত্রে আইআরসিটিসির চুক্তি করেই টিকিট বিক্রি করে থাকে।

Advertisements