In Maldives-India Relation Maldives appeals to India for tourists: মালদ্বীপের প্রেসিডেন্টের রাজনৈতিক অবস্থানের কারণে সম্প্রতি ভারত-মলদ্বীপ সম্পর্কে (Maldives-India Relation) ভাটা দেখা দিয়েছে। যার পুরোপুরি প্রভাব পড়েছে মালদ্বীপের পর্যটন শিল্পে। বেশিরভাগ ভারতীয় পর্যটক বর্তমানে বয়কট করেছে মলদ্বীপকে। সেই কারণেই ভারতের এই প্রতিবেশী দেশ ধাক্কা খাচ্ছে বারবার। বর্তমানে কেমন অবস্থা মালদ্বীপের? মালদ্বীপের মন্ত্রী অবশেষে অনুরোধ করল ভারতীয়দের কাছে। এর প্রধান উদ্দেশ্য ভারতীয়রা যাতে পর্যটক হিসাবে মালদ্বীপে যায়। সেই আর্জিই জানিয়েছেন মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। শক্তিশালী দেশ ভারতের সঙ্গে দ্বন্দ্বে যাওয়া ক্ষতি ডেকে আনল মালদ্বীপের জন্য।
সাম্প্রতিক উত্তেজনার কারণে মলদ্বীপে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ভারতীয় পর্যটকেরা। আগের থেকে পর্যটক সংখ্যা অনেকটাই কমে এসেছে এই দেশে। এই তিক্ত সম্পর্ক ক্ষতি ডেকে এনেছে মালদ্বীপের অর্থনীতিতে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কি বলেছেন ইব্রাহিম ফয়জল? এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। খারাপ সম্পর্কের কারণে যে ক্ষতি হয়েছে মালদ্বীপের তা সহজেই কাটিয়ে উঠতে চাইছে তারা। দেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের (Maldives-India Relation) ওপর জোর দিয়েছেন তিনি।
তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন যে, পুরনো যাবতীয় ঘটনা ভুলে গিয়ে তাদের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে। তারা সবসময় শান্তি এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে চেয়েছে। বর্তমানে এখানকার মানুষ এবং সরকারও ভারতীয়দের (Maldives-India Relation) আন্তরিকভাবে স্বাগত জানাবে।
আরও পড়ুন ? Lakshadweep: মালদ্বীপ অতীত! এবার লাক্ষাদ্বীপ নিয়ে নতুন সুসংবাদ, জানলে গর্বে বুক ভরে যাবে
ইব্রাহিম ফয়জল এই বিষয়ে আরো বলেছেন যে, তিনি ওই দেশের পর্যটন মন্ত্রী হিসেবে ভারতীয়দের ওই দেশে পর্যটক হিসাবে স্বাগত জানাতে চান। দয়া করে ভারতীয় পর্যটকরা মালদ্বীপে আসুন। এই দেশের অর্থনীতি নির্ভর করছে পর্যটন শিল্পের ওপর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে ভারতের পশ্চিম উপকূলের লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন।
তারপর মলদ্বীপের তিন নেতা ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তারপর থেকেই ভারতীয়রা মালদ্বীপ সম্পর্কে বিদ্বেষ প্রকাশ করতে থাকে। এই ঘটনার পর থেকেই অনেক সেলিব্রিটি সহ লক্ষাধিক ভারতীয় মলদ্বীপে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। কিন্তু গত শুক্রবার ভারত ও মলদ্বীপ (Maldives-India Relation) ভারতীয় সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা করেছে। এর মধ্যে ভারত তাদের সেনা প্রত্যাহার করেছে।