নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই ভারতের টেলিকম বাজারে বাড়তে শুরু করেছে প্রতিদ্বন্দ্বিতা। নতুন কোন টেলিকম সংস্থা এই মুহূর্তে বাজারে না এলেও যারা রয়েছে তাদের কেউই কাউকে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চাইছে না। আর এই লড়াইয়ে টিকে থাকতে টেলিকম সংস্থাগুলি একের পর এক নতুন নতুন অফার লঞ্চ করে চলেছে।
মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও (Jio) দেশের প্রথম টেলিকম সংস্থা হিসাবে 4G ও 5G পরিষেবা চালু করলেও তাকে টেক্কা দিতে একইভাবে একই পথে এগিয়ে চলেছে এয়ারটেল (Airtel)। স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়তে হচ্ছে জিওকে। আর এই চাপের মুখেও গ্রাহক সংখ্যা যাতে এতোটুকু না কমে তার জন্য নতুন নতুন অফার (Jio New Offer) লঞ্চ করা হচ্ছে।
বর্তমানে ভারতের মাটিতে চলছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। আইপিএল চলাকালীন অধিকাংশ ক্রিকেটপ্রেমীরা নিজেদের মোবাইলেই জিও সিনেমার মাধ্যমে একের পর এক ম্যাচ দেখে ফেলছেন। কিন্তু ম্যাচ দেখার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা। আর এই কথা মাথায় রেখেই এবার সংস্থার তরফ থেকে ২০ জিবি ডেটা দেওয়ার ব্যবস্থা করল বাড়তি কোনো খরচ ছাড়াই।
আরও পড়ুন ? Okaya Electric Scooter: ২৫ পয়সা খরচে ছুটবে ১ কিমি! ৫০০ টাকা দিয়ে ঘরে আনা যাবে এই ইভি বাইক
জিও গ্রাহকরা বাড়তি কোনো খরচ ছাড়াই ২০ জিবি ডেটা পেতে পারেন ৭৪৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা মোট ৯০ দিনের ভ্যালিডিটি পান। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন 2gb করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস ইত্যাদি। আর এর সঙ্গেই এখন ধামাকা অফার হিসাবে দেওয়া হচ্ছে ২০ জিবি ডেটা।
৭৯৯ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। এছাড়াও যেসকল গ্রাহকদের 5G স্মার্টফোন রয়েছে এবং যারা 5G নেটওয়ার্ক পরিষেবা এলাকার মধ্যে রয়েছেন তারা সম্পূর্ণভাবে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জিও সিনেমা সাবস্ক্রিপশন দেওয়া হলেও জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে না এই প্ল্যানের সঙ্গে।