নিজস্ব প্রতিবেদন : দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসেবে BSNL এবার তাদের গ্রাহকদের জন্য সস্তায় একের পর এক রিচার্জ প্ল্যান উপহার হিসাবে যাওয়া শুরু করল। এখনকার দিনে অধিকাংশ স্মার্টফোন গ্রাহকরাই চান, যেন তাদের মোবাইলে অফুরন্ত ডেটা থাকে অর্থাৎ স্বাধীনভাবে ইন্টারনেট করতে পারেন। এমনকি এখন মোবাইল ব্যবহারকারীরা আনলিমিটেড কলের দিকেও সেই ভাবে ঝুঁকছেন না।
মোবাইল ব্যবহারকারীদের এই সকল চাহিদার কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলিও চাহিদা মত রিচার্জ প্ল্যান লঞ্চ করছে। যে সকল রিচার্জ প্ল্যানে উপভোক্তাদের আনলিমিটেড কলের পাশাপাশি দেওয়া হচ্ছে অফুরন্ত ডেটা। কিন্তু বিএসএনএল এতটাই সস্তায় গ্রাহকদের এমন সুবিধা দিচ্ছে যে, তার ধারে কাছে নেই মুকেশ আম্বানির জিও অথবা সুনীল মিত্তলের এয়ারটেল। ভোডাফোন আইডিয়ার কথা তো না হয় ছেড়েই দিলাম।
বিএসএনএল তাদের গ্রাহকদের এখন মাত্র ১৯৯ টাকায় (BSNL 199 Recharge Plan) দিচ্ছে ৩০ দিন ভ্যালিডিটি আর তার সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন 2gb এটা অর্থাৎ সারা মাসে ৬০ জিবি ডেটা। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হচ্ছে সংস্থার তরফ থেকে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি দেওয়া হচ্ছে বিএসএনএল টিউন্স সহ বিভিন্ন সুযোগ-সুবিধা। দেওয়া হচ্ছে Hardy Games, Challenges Arena Games, Gameon&Astrotell, Gameium, Lystn Podocast, Zing Music, WOW Entertainment।
আরও পড়ুন ? Jio New Offer: টক্কর বাড়ছে বাজারে! টিকে থাকতে Jio নিয়ে এলো ধামাকা অফার, দিচ্ছে ২০ জিবি বাড়তি ডেটা
মাত্র ১৯৯ টাকায় ৩০ দিন ভ্যালিডিটি সহ এই একগুচ্ছ সুবিধা ভারতের আর কোন টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের দিতে পারে না বা দেয় না। জিওর এই সুবিধা নিতে হলে গ্রাহকদের কমকরে ২৯৯ টাকা খরচ করতে হবে, এয়ারটেল গ্রাহকদের এই ধরনের সুবিধা নেওয়ার জন্য খরচ করতে হবে অন্ততপক্ষে ৩১৯ টাকা, ভিআই গ্রাহকদেরও খরচ করতে হবে অন্ততপক্ষে ৩১৯ টাকা।
তবে এত সস্তায় পরিষেবা দিলেও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল প্রযুক্তি এবং পরিষেবার দিক দিয়ে অন্য টেলিকম সংস্থাগুলির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। কেননা তাদের তরফ থেকে এখনো পর্যন্ত 4G পরিষেবা লঞ্চ করা সম্ভব হয়নি। যদিও এই পরিষেবা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অন্যদিকে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G লঞ্চ করে দেওয়ার পাশাপাশি 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে অথবা লঞ্চ করার মুখে রয়েছে।