Baba Vanga’s predictions about the year 2024 are matching by every word: তাঁর করা ভবিষ্যৎ বাণী কখনো মিথ্যা হয় না। যতবারই ভবিষ্যৎবাণী করেছেন, তা অক্ষরে অক্ষরে মিলে গেছে প্রতিবার। আর তাই বারবারই আলোচনা শিরোনামে উঠে আসেন তিনি (Baba Vanga)। সারা বিশ্বে তাঁর ভবিষ্যৎ বাণীর জন্য তিনি বিখ্যাত। ২০২৪ সাল নিয়েও তিনি বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছেন। এর আগেও একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের আগাম ভবিষ্যৎবাণী করে সতর্ক করতে চেয়েছিলেন বিশ্ববাসীকে। এই বছর ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি ঠিক কি বলেছেন? তা জানতে হলে পুরো প্রতিবেদনটি পড়তে হবে।
তার নাম বাবা ভাঙ্গা (Baba Vanga)। অতীতে সুনামি নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। বলেছিলেন, মৃত্যুর লীলা চলবে পৃথিবীজুড়ে। হয়েছিলও তাই। সুনামিতে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির কথা আমরা সবাই জানি। সত্যিই মৃত্যু লীলা চলেছিল সারা বিশ্ব জুড়ে। ২০২৪ এর শুরুতেই তিনি এই বছর নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছেন। প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কে তাঁকে বলতে শোনা গেছে অনেক কিছু। এবারেও তাঁর কথা খুব একটা বৃথা যাচ্ছে না। এই বছরের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তিনি যা যা বলেছেন, এখনো পর্যন্ত প্রায় অনেক কিছুই মিলে যাচ্ছে।
২০২৪ এর শুরুতেই বাবা ভাঙ্গা (Baba Vanga) বলেন এই বছর আবহাওয়া চরমভাবাপন্ন থাকবে। এর প্রভাব সারা বছর ধরে পড়বে গোটা বিশ্বে। মানুষের জীবন সংকটে পড়তে পারে এই আবহাওয়ার কারণে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যে নাজেহাল মানুষ। সারা বিশ্বের পাশাপাশি, পশ্চিমবঙ্গও খুব ভালোভাবে বুঝতে পারছে, কি পরিণতি হতে চলেছে সারা বছর জুড়ে। গ্রীষ্মের শুরুতেই অতিরিক্ত গরম মানুষকে নাজেহাল করে দিয়েছে। এরপর বর্ষাকালে অতি বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।
রীতিমতো পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সায়েন্স অ্যাডভান্সেসের একটি প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পৃথিবীর তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, এই বছর পৃথিবীর গড় তাপমাত্রা ৬৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। গ্রীষ্মকালে যে অতিরিক্ত তাপমাত্রার প্রকোপ গ্রীষ্মের শুরু থেকে সহ্য করছে পৃথিবীবাসী, তাও আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। ৪০ বছরের মধ্যে এতটা তাপমাত্রা বেড়ে যেতে দেখেনি মনুষ্য জগত।
গবেষণায় দেখা গেছে, ১৯৭৯-৮০ সালের মধ্যে মাত্র ৮ দিনের জন্য এই প্রবল তাপমাত্রার সম্মুখীন হতে হয়েছিল মানুষকে। ২০১২-১৬ সালের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২ দিন। এরপর ২০২৪ সালে এই দিন সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও বাবা ভাঙ্গা (Baba Vanga) বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টির ভবিষ্যৎবাণীও করেছিলেন। সেই ভবিষ্যৎবাণীও মিলে গেছেই বলা চলে। লন্ডনে বজ্র বিদ্যুতের অত্যাধিক দাপট লক্ষ্য করা যাচ্ছে। বজ্রের অতিরিক্ত আওয়াজে ঘুম ভেঙেছে লন্ডন বাসির। মনে হচ্ছে যেন খুব কাছে কোথাও বড় কোন বিস্ফোরণ হয়েছে।