Visit Sikkim for just 190 rupees: গ্রীষ্মের এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে বহু পর্যটক ঘুরতে যাচ্ছেন নর্থ বেঙ্গল কিংবা সিকিমে (Sikkim)। স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় দেখা দিয়েছে সিকিম তথা নর্থ বেঙ্গল এর বিভিন্ন জায়গায়। কিন্তু সাধারণ মধ্যবিত্তের কাছে সব থেকে মাথা ব্যথা হওয়ার কারণ হলো এখানকার বাড়তি ভাড়া। আপনি যদি নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করেন সিকিমে যাওয়ার জন্য তাহলে আপনার মাথাপিছু গাড়ি ভাড়া পড়বে অনেক টাকা। এই সমস্যার হাত থেকে কিভাবে নিস্তার পাবে সাধারণ মানুষ?
মাত্র ১৯০ টাকায় বাসে করে আপনি ঘুরে আসতে পারবেন সিকিমে (Sikkim) এবং তার জন্য আপনাকে কষ্ট করে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে না। এই টিকিট পাওয়া যাবে অনলাইনেও। গরমের এই সময়টাতে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে সিকিম। শুধু বাংলা নয় গৌহাটি কিংবা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই শৈল শহরে পর্যটকদের ভিড় জমে। তাই যাতে কম খরচায় পর্যটকরা এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারে সেই কারণেই এই ব্যবস্থা।
ঘরে বসে আপনি খুব সহজেই বিভিন্ন অ্যাপ থেকে এই টিকিট কাটতে পারবেন। এই পরিষেবা পাওয়া যাবে গ্যাংটক, পেলিং এবং রাবাংলার জন্য। সিকিমে পর্যটকদের ভিড় থাকে সাধারণত গরমকালে তাই যাতে আগে থেকেই বাড়ি বসে টিকিট কেটে ফেলা যায় সেই জন্য এই দুর্দান্ত সুযোগ। আর ভাড়া নিয়ে মাথা ব্যথা করতে হবে না পর্যটকদের, খুব কম খরচাতেই ঘোরা যাবে শৈল শহর গ্যাংটক (Sikkim)।
আপনি যদি শিলিগুড়ি থেকে গাড়ি করে সিকিম (Sikkim) যাওয়ার কথা পরিকল্পনা করেন তাহলে আপনার গাড়ি ভাড়া পড়ে যাবে তিন থেকে চার হাজার টাকা। সেখানে সিকিম সরকারের এই উদ্যোগ পর্যটকদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছে। আশা করা যায় পর্যটন শিল্পে অনেক বেশি উন্নতি লাভ করতে পারবে এই পদক্ষেপ এর জন্য। যদি পর্যটকরা অনলাইনে টিকিট কিনতে না যায় তাহলে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট এর অফিসে এসে ১৯০ টাকা দিয়েও বাসের টিকিট কাটতে পারবেন।
আরও পড়ুন ? Sanglaphu Lake: পর্যটকদের জন্য আরও সুখবর! সিকিমে খুলে গেল আরও এক ট্যুরিস্ট স্পট
তবে এই অফিসে এসে যদি টিকিট কাটতে না চান তাহলে বাড়িতে বসেই আরাম করে টিকিট কাটতে পারবেন সিকিম যাওয়ার বাসের (Sikkim)। তারপর শিলিগুড়িতে নেমে বাসের চেপে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন সিকিম। প্রথমে একটি সরকারি সাইট থেকে টিকিট কাটার সুযোগ থাকলেও বর্তমানে বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে এই টিকিট পাওয়া যাচ্ছে। পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী সিট বুক করতে পারবেন এই অ্যাপগুলোর দ্বারা। আর সব থেকে মজার বিষয় হল তার জন্য আপনাকে দিতে হবে না বাড়তি কোন চার্জ।
পর্যটকদের জন্য যথাযথ বাসের ব্যবস্থাও রেখেছে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট। কলকাতা থেকে আগত একজন পর্যটক বলেছেন যে, এবার ঘুরতে এসে আগে থেকে টিকিট কাটার জন্য অনেক সুবিধা লাভ করতে পেরেছি। আগে একবার এখানে এসে টিকিট কাটতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল তাকে। পর্যটকদের জন্য উল্লেখযোগ্য একটি খবর হলো, সিকিম যাওয়ার এসি বাস প্রতিদিন সকাল আটটা থেকে ছাড়ে। এসি বাসের ভাড়া ৩৫০ টাকা। ৩৮৫ টাকা বাস ভাড়া পড়বে মঙ্গন যাওয়ার জন্য। ২২৫ টাকা বাস ভাড়া পেলিং এর। অপরদিকে, সিকিম থেকে শিলিগুড়ি ফিরে আসার জন্যও পেয়ে যাবেন বাস।