Tata launches the cheapest model Nexon Smart (0): গাড়ির বাজার দখল করে রেখেছে টাটা মোটরসের নেক্সন। বাজারের বেস্ট সেলিং গাড়িগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এই মডেলটি। বাজারে লঞ্চ হবার অল্প কিছুদিনের মধ্যেই বাজার কাঁপাতে শুরু করেছে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের এই মডেলটি। সম্প্রতি নেক্সন এর আরো একটি নতুন অবতার নেক্সন স্মার্ট (০) (Nexon Smart 0) লঞ্চ করা হয়েছে টাটা মোটরসের তরফ থেকে। নতুন মডেলটির পেট্রোল, ডিজেল দুটো ভার্সনেরই বেস মডেল বের করেছে টাটা মোটরস।
স্বল্প দামে একাধিক সুযোগ-সুবিধা দেবার লড়াইয়ে যুক্ত হলো আরও একটি গাড়ির নাম। নেক্সনের নতুন অবতার নেক্সন স্মার্টের (Nexon Smart 0) দাম শুরু হয়েছে ৮.৫ লক্ষ টাকা থেকে। নতুন বেস ভেরিয়ান্টের শোরুমের দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে। ১০ লক্ষ টাকা থেকে নতুন ডিজেল ভেরিয়ান্টের দাম শুরু হবে। এছাড়া, পেট্রোল ভেরিয়েন্টের দাম ১৫০০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
বাজারে মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্স০ আসার পর থেকে গাড়ির বাজারে প্রতিযোগিতা অনেকটাই বেড়ে গেছে। মাহিন্দ্রা খুবই কম দামে তাদের এসইউভি গাড়ির মডেল লঞ্চ করেছে। মাহিনদ্রা এক্সইউভি ৩এক্স০ গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৭.৪৯ লক্ষ টাকা থেকে। এই গাড়ির সাথে পাল্লা দিতে পিছিয়ে নেই টাটা কম্পানির গাড়িগুলিও। টাটা মোটরস তাদের এসইউভি মডেল নেক্সন স্মার্ট (Nexon Smart 0) সহ একাধিক সেগমেন্টের গাড়ির দাম অনেকটাই কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন ? NBSTC Bus for Darjeeling: ছোট গাড়িতে বেশি টাকা খরচের দিন শেষ! এবার নতুন রুটে কম খরচে চলবে বাস
নেক্সন স্মার্ট প্লাসের দাম ৩০ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে স্মার্ট প্লাসের গাড়ি গুলির ন্যূনতম দাম দাঁড়িয়েছে ৮.৯০ লক্ষ টাকা এবং ৪০ হাজার টাকা কমানো হয়েছে নেক্সন স্মার্ট প্লাস এসের দাম। অর্থাৎ স্মার্ট প্লাস এস গাড়িগুলির ন্যূনতম দাম পড়বে ৯.৪০ লক্ষ টাকা। পেট্রোল ভেরিয়েন্টের পাশাপাশি কমেছে ডিজেল ভ্যারিয়েন্টের দামও। নেক্সন স্মার্ট প্লাস এবং স্মার্ট প্লাস এস দুটো ভেরিয়েন্টের ডিজেল ভার্সনও লঞ্চ করা হয়েছে টাটা মোটরসের পক্ষ থেকে। ডিজেলের দাম কমেছে ১.১০ লক্ষ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, নেক্সন স্মার্টের (Nexon Smart 0) বেস ভেরিয়েন্টের দাম কমানো হলেও, ইঞ্জিনে কোন রকম পরিবর্তন করা হয়নি। পেট্রোল ভেরিয়েন্টে আগের মত এখনো ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হচ্ছে গাড়ি গুলিতে। ১৭০ এনএম টর্ক উৎপাদনকারী এই গাড়িগুলির শক্তি ক্ষমতা ১২০ এইচপি। অন্যদিকে, ডিজেল্ট ভেরিয়েন্টে থাকছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। ২৬০ এনএম টর্ক উৎপন্নকারী ইঞ্জিনটি ১০৭ এইচপি শক্তি ধারণ করে।