In Grocery App, you can get groceries from rice to pulses, oil, salt to cheap at home: ব্যস্ত জীবনে হাতে সময় যতই কম থাকুক না কেন, খাওয়া দাওয়া বন্ধ রাখা যাবেনা। তাই বাজার করাও বাধ্যতামূলক। সময়ের অভাবে, বাজারে গিয়ে দেখেশুনে জিনিসপত্র কেনার দিন প্রায় চলে গেছে বললেই চলে। জামা কাপড়ের মত খাদ্য দ্রব্যও অনলাইন থেকে অর্ডার করে কিনে নেওয়া যায়। এই সুবিধা প্রদানের জন্য একাধিক অ্যাপ বাজারে চালু রয়েছে। ঘরে বসে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস সব কিছু অর্ডার করে নেওয়া যায়। ঘরে বসে একদিকে বাজার করাও হবে, অন্যদিকে কিছু ছাড়ও পেয়ে যেতে পারে কেনাকাটায়। কয়েকটি গ্রসারি অ্যাপের (Grocery App) সন্ধান রইল আজকের প্রতিবেদনে।
অ্যামাজন
অনলাইন শপিংয়ের জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপ অ্যামাজন। এখানে জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক গেজেট, গ্রসারি আইটেম (Grocery App) সবকিছুই অনলাইনে কেনাকাটা করা সম্ভব। খুব কম দামে এই অ্যাপ থেকে গ্রসারি আইটেম কিনতে পারেন গ্রাহকরা। ক্যাশ অন ডেলিভারি বা ইউপিআই যে কোন পদ্ধতিতে অর্থ প্রদান করতে পারেন। প্রথমবার কেনাকাটায় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা।
ফ্লিপকার্ট
অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপ হল ফ্লিপকার্ট। এখানেও অ্যামাজনের মতনই জামা কাপড় থেকে ইলেকট্রনিক্স, গ্রসারি আইটেম সবকিছুই কিনতে পাওয়া যায়। মুদিমাল হোক বা প্রয়োজনীয় সাবান শ্যাম্পু সবকিছুই পাওয়া যায় এই গ্রসারি অ্যাপে (Grocery App) এই অ্যাপ থেকে কেনাকাটাতেও ক্যাশ আন ডেলিভারির অপশন তো আছেই, তাছাড়াও ইউপিআই বা অন্যান্য অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় রয়েছে।
টাটা বিগ বাস্কেট
টাটা কোম্পানির অধিনস্ত টাটা বিগ বাস্কেট (Grocery App) থেকেও অনলাইনে খাদ্য সামগ্রী অর্ডার করতে পারেন গ্রাহকরা। এই অ্যাপটির একটি বিশেষত্ব রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অর্ডার করার ১০ মিনিটের মধ্যে বাড়িতে ডেলিভারি করে দেওয়ার দাবি করে থাকে। এই অ্যাপেও অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক ও বেশ কিছু ডিসকাউন্টের সুবিধা রয়েছে।
আরও পড়ুন ? কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে প্রয়োজনীয় জিনিস, নয়া পরিকল্পনা Reliance-র
জোম্যাটো ব্লিঙ্কিট
জোম্যাটো ভারতবর্ষে বহুল প্রচলিত একটি ফুড ডেলিভারি অ্যাপ। এই অ্যাপেরই গ্রসারি আইটেম কেনাবেচার দিকটির নাম ব্লিংকিট। এই অ্যাপটি (Grocery App) থেকে অর্ডার করলেও অনলাইন বা ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করার সুযোগ পাবেন গ্রাহকরা। টাটা বিগ বাস্কেটের মত জোম্যাটো ব্লিঙ্কিটও ১০ মিনিটে খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি করে।
আরো একাধিক অ্যাপ প্রচলিত রয়েছে ভারতবর্ষের শুধুমাত্র গ্রসারি আইটেম (Grocery App) বিক্রি করার জন্য। এই অ্যাপগুলিকে ব্যবহার করা হয় সুইগি, ইনস্টাগ্রাম, জিও মার্ট এর মত অনেকগুলি অ্যাপ প্রচলিত রয়েছে। এই অ্যাপগুলিতেও একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় গ্রাহকদের। অনলাইনে সবজি কেনার একটি বড় সুবিধা, সময় খরচ করে বাজারে গিয়ে সবজি কিনতে হয় না। বাড়িতে বসেই সময়ের অপচয় না করে সবজি কেনা যায়। অনেক ক্ষেত্রে তা বাজারের দামের চেয়ে সস্তাও হতে পারে।