নিজস্ব প্রতিবেদন : ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে যার নাম তালিকায় রয়েছে সে হল ভোডাফোন আইডিয়া বা Vi। একসময় এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা বিপুল থাকলেও ধীরে ধীরে অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় পিছিয়ে পড়ার কারণে এখন তৃতীয় স্থানে নেমে এসেছে তারা। তবে এবার এই টেলিকম সংস্থা গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে।
দেশের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেল ইতোমধ্যেই দেশে 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। শুধু 5G পরিষেবা লঞ্চ করে দেওয়া নয়, এর পাশাপাশি এখন পুরোপুরি ফ্রিতে গ্রাহকদের এই পরিষেবা উপভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই ওই দুই টেলিকম সংস্থায় ভিড় জমাচ্ছেন মোবাইল ব্যবহারকারীরা।
অন্যদিকে যে সকল ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা রয়েছেন তারাও 5G পরিষেবার জন্য মুখিয়ে রয়েছেন। এমনকি সংস্থার তরফ থেকে এই বিষয়ে আগেও জানানো হয়েছিল, খুব তাড়াতাড়ি তারা দেশজুড়ে 5G পরিষেবা চালু করে দেবে। অবশেষে সেই বিষয়েই লেটেস্ট আপডেট পাওয়া গেল এবং সেই লেটেস্ট আপডেট থেকেই Vi 5G লঞ্চ হওয়ার আনুমানিক একটি সময়সূচী পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন ? Vi: জিও, এয়ারটেল কারো নেই! Vi নিয়ে এলো মাত্র ১ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার অক্ষয় মুন্দ্রা জানিয়েছেন, 5G পরিষেবা লঞ্চ করার জন্য যে সকল সরঞ্জামের প্রয়োজন সেই সকল সরঞ্জামের যোগানের জন্য তারা ইতিমধ্যেই ভেন্ডারদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি ওপেনর্যান এবং ভির্যান প্রযুক্তির ট্রায়ালের জন্য অন্তিম পর্যায়ে রয়েছে সংস্থা। চারটি সার্কেলে 5G লঞ্চ করার জন্য সংস্থার তরফ থেকে ন্যূনতম প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়েছে। এছাড়াও বিহার ও মুম্বাই সার্কেলে 5G পরিষেবা লঞ্চ করার জন্য আবেদন জানানো হয়েছে।
এই সকল শর্ত পূরণ এবং আবেদন জানানোর পাশাপাশি সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মাসের মধ্যেই তারা দেশে 5G পরিষেবা লঞ্চ করে দেবে। যদি সংস্থার এই অনুমান বাস্তবায়িত হয় তাহলে চলতি বছর নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যেই ভোডাফোন আইডিয়া গ্রাহকরা 5G পরিষেবা উপহার হিসাবে পেয়ে যাবেন। এছাড়াও সংস্থার তরফ থেকে এখন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার জন্য নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা থেকে শুরু করে নতুন নতুন অফার উপহারস্বরূপ তুলে ধরা হচ্ছে। এমনকি এই সংস্থার এমন কিছু রিচার্জ রয়েছে যেগুলি অন্যান্য টেলিকম সংস্থার নেই বা ঐরকম সুবিধা পাওয়া যায় না।