Google Wallet: ফ্লাইট থেকে সিনেমার টিকিট হারিয়ে যাওয়ার চিন্তা নেই! এবার গুগল নিয়ে এলো নতুন পরিষেবা

Prosun Kanti Das

Published on:

Advertisements

The new Google Wallet has been launched by Google: পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। সার্চ ইঞ্জিন ছাড়াও আরো বেশ কিছু পরিষেবা দিয়ে থাকে গুগল। গুগল ইউজারদের জন্য সুখবর। এখন থেকে আর ট্রেন, সিনেমা কোন কিছুর টিকিট ভুলে যাবার বা হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না। গুগলের তরফ থেকে নিয়ে আসা হলো একটি নতুন অ্যাপ। শুধুমাত্র অ্যান্ড্রয়েড সেট গুলির জন্য চালু করা হয়েছে গুগল ওয়ালেট (Google Wallet)। না এটি গুগল পের মতন কোনো পেমেন্ট অ্যাপ নয়, আপনি এই ওয়ালেটটিতে সেভ করে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় টিকিটগুলি।

Advertisements

গুগল ওয়ালেট (Google Wallet) একটি ডিজিটাল ওয়ালেট হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির ভার্সন যদি ভার্সন ৯ এর থেকে বেশি হয়, তাহলেই আপনি এই সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন। ওয়ালেটটি ক্রিয়েট করা এবং সেট আপ করা দুটোই খুব সহজ বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আপনি চাইলে আপনার সাধারণ গুগল অ্যাকাউন্ট থেকে গুগল ওয়ালেটে লগইন করতে পারবেন। এখনো পর্যন্ত আইফোনের কোন মডেলই এই সুযোগ সুবিধা চালু করা হয়নি। এই অ্যাপটিতে মূলত বিভিন্ন ধরনের টিকিট সেভ করা যাবে। ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট, সিনেমার টিকিট বা কোন ভাউচার এই ওয়ালেটে সেভ করে রাখা যাবে। এই সুবিধা প্রদানের জন্য গুগলের তরফ থেকে ২০ টি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে। সেই সমস্ত সংস্থার টিকিট বা ভাউচার এই ওয়ালেটে রাখা যাবে সুরক্ষিতভাবে। এই সংস্থা গুলির মধ্যে রয়েছে ফ্লিপকার্ট, এয়ার ইন্ডিয়া, ডোমিনোজ, পিভিআর আইনক্স ইত্যাদি সংস্থার নাম।

Advertisements

ফ্লাইটের বোর্ডিং পাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিওয়ার্ড সেভ করে রাখা যাবে এই ওয়ালেটে। মেক মাই ট্রিপ, ম্যাকডোনাল্স সংস্থার কাছ থেকে সুবিধা গ্রহণ করলে একাধিক রিওয়ার্ডস পাওয়া যায় সেই রিওয়ার্ডস গুলিও গুগোল ওয়ালেটে সুরক্ষিত রাখা যাবে। এছাড়া লেন্সকার্ট, তাজ, আইটিসি ইত্যাদি অন্যান্য সংস্থার পক্ষ থেকে পাওয়া গিফট কার্ডও সেভ রাখতে পারবেন এই ওয়ালেটে। দৈনন্দিন যে পরিমাণ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন তার হিসাবও রাখা যাবে এখানে। তবে মেট্রো রেলপথের ক্ষেত্রে শুধুমাত্র কচি মেট্রো রেল পথটি রেজিস্টার করা রয়েছে এই ওয়ালেটের সাথে।

Advertisements

আরও পড়ুন ? Google: আপনি ব্যবহার করছেন ফ্রিতে, আর তাতেই গুগল এইভাবে মিনিটে কামাচ্ছে ২ কোটি!

গুগল ওয়ালেটের (Google Wallet) সাথে পাস যোগ করার জন্য কিউআর কোড অথবা পাসটির ছবি স্ক্যান করে কাজটি করতে পারেন। আপনার কাছে যদি কোন ফিজিক্যাল কার্ড থাকে সেটাকে পাস হিসাবে গুগল ওয়ালেটে গচ্ছিত রাখতে পারবেন। শুধুমাত্র কোন কার্ড বা টিকিট নয়, আপনি চাইলে বিএম ডব্লু গাড়ির চাবিটাকেও এই ওয়ালেটে সেভ করে রাখতে পারবেন। গুগল ওয়ালেটটির সাথে যে কোন গিফট কার্ড বা ভাউচার যুক্ত করতে চাইলে ওই কার্ডের নম্বর ও পিন দিতে হবে। তারপর গুগল ওয়ালেট থেকে ওই নির্দিষ্ট কার্ডের ব্যালেন্স চেক করা যাবে। মেয়াদ শেষে ভাউচার গুলি অটোমেটিক সরে যাবে ওয়ালেট থেকে।

মূলত গুগল ওয়ালেটে (Google Wallet) বিভিন্ন ফিজিক্যাল টিকিট বা কার্ড জাতীয় বিষয়গুলিকে ডিজিটালই সেভ করা যাবে। এছাড়া ভাউচার, গিফট কার্ড ইত্যাদি রাখা যাবে এই ওয়ালটে। একই সাথে ব্যবহার করতে পারবেন গুগল পে অ্যাকাউন্টিও। গুগল পে থেকে শুধুমাত্র বিভিন্ন রকমের পেমেন্ট করা হয়। বিল পেমেন্ট, রিচার্জ বা কোন ট্রানজেকশন। গুগল ওয়ালেট থেকে এইসব কাজ হবে না। তাই একসাথে দুটি ব্যবহার করলে সমস্যা তৈরি হবার সম্ভাবনা নেই। যেকোনো গুরুত্বপূর্ণ কার্ডগুলি ওয়ালেটে সেভ করা থাকলে আলাদাভাবে তাকে মনে রাখার বা যত্ন করে রাখার প্রয়োজন পড়বে না। ওয়ালেটটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেই যত্নে তুলে রাখবে সমস্ত নথিগুলি।

Advertisements