Jio Rail App: কিপ্যাড ফোনেও এক ক্লিকে হবে ট্রেনের টিকিট বুকিং, দারুণ অ্যাপ আনলো জিও

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগতে একচ্ছত্র রাজ তৈরি করার পাশাপাশি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এখন বিভিন্ন দিকে হাত বাড়াচ্ছেন। তার ব্যবসার পরিধি দিন দিন বেড়েই চলেছে। আর এবার তারা আইআরসিটিসির (IRCTC) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ট্রেনের টিকিট বুকিংয়েও মেগা এন্ট্রি নিয়ে নিল। তাদের এই এন্ট্রিতে খুব সহজেই ঘরে বসে এক ক্লিকে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন রেল যাত্রীরা।

Advertisements

জিওর তরফ থেকে ট্রেনের টিকিট বুকিং করার জন্য যে অ্যাপ আনা হয়েছে তার নাম হলো জিও রেল অ্যাপ (Jio Rail App)। যদিও এই অ্যাপ নতুন নয়, ২০১৯ সাল থেকে মুকেশ আম্বানির সংস্থা জিও এই অ্যাপের মাধ্যমে রেল যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই অ্যাপের মাধ্যমে কিপ্যাড ফোন থেকেও ট্রেনের টিকিট বুকিং করা যাবে অনায়াসেই।

Advertisements

জিওর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে কেবলমাত্র ট্রেনের টিকিট বুকিং নয়, এর পাশাপাশি PNR স্ট্যাটাস চেক করার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। এই অ্যাপের ব্যবহার ইতিমধ্যে অনেকেই করেন। যারা এই অ্যাপ ব্যবহার করেন তারা অনেক উপকৃত বলেও জানিয়েছেন। তবে জিওর এই অ্যাপ কিন্তু সবার জন্য নয়।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Ticket Discount: ট্রেনের টিকিট ৭৫ শতাংশ ছাড়! রেলের তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে এইসব যাত্রীদের

জিওর তরফ থেকে তাদের যে জিও রেল অ্যাপ রয়েছে সেই অ্যাপের পরিষেবা কেবলমাত্র জিও ফোন গ্রাহকদের দেওয়া হয়ে থাকে। জিও ফোন মূলত কিপ্যাড ফোন, তবে এই ফোনে স্মার্টফোনের মত বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহারকারীদের বিনোদন থেকে শুরু করে বিভিন্ন জরুরী কাজে ব্যবহৃত হয়। সেই সকল অ্যাপের মধ্যেই রয়েছে জিও রেল অ্যাপ। এছাড়াও জিও রেল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা খুব সহজ।

এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করার জন্য অ্যাপটি খোলার পরই বেছে নিতে হবে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান এবং সফরের দিন। এরপরই আপনাকে ট্রেনের লিস্ট দেওয়া হবে এবং সেখান থেকে ট্রেন বেছে যাত্রী সংখ্যা দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে। সবকিছু সঠিকভাবে এন্ট্রি করার পর আসবে পেমেন্ট অপশন এবং পেমেন্ট করলেই আপনার টিকিট বুকিং হয়ে যাবে অন্যান্য অ্যাপের মতোই। ট্রেনের টিকিট বুকিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ থাকলেও কিপ্যাড ফোনে অন্য কেউ পরিষেবা দেয় না যা মুকেশ আম্বানির সংস্থা দিয়ে থাকে।

Advertisements