IPL 2024 Prize Money: চ্যাম্পিয়ন হয়েও মিচেল স্টার্কের টাকা তুলতে পারল না কেকেআর! পুরস্কারে আসলো কি কি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের আইপিএল (IPL 2024) এ সব থেকে বিতর্কিত অধ্যায় হলেন মিচেল স্টার্ক। যাকে কেকেআর এবার মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। এত দামি একজন খেলোয়াড় হয়েও প্রথম থেকে সেই ভাবে নিজেকে তুলে ধরতে পারেননি মিচেল স্টার্ক, আর যে কারণেই বিতর্ক সবচেয়ে বেশি দানা বেঁধেছিল। যদিও ফাইনালে অনেকটাই পুষিয়ে দিয়েছেন তিনি।

Advertisements

রবিবার চেন্নাইয়ের চিপকে আয়োজিত আইপিএল ২০২৪ এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। তবে চ্যাম্পিয়ন হয়েও কিন্তু তারা যে প্রাইজ মানি (IPL 2024 Prize Money) পেয়েছে সেই টাকায় মিচেল স্টার্কের খরচও তুলতে পারে নি। আর এই বিষয়টি নিয়েই এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা।

Advertisements

কলকাতা নাইট রাইডার্স রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আইপিএলের ইতিহাসে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলো। কলকাতা নাইট রাইডার্স-এর ঘরে প্রথম কাপ এসেছিল মুম্বাইয়ের চিপক থেকেই ২০১২ সালে। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য কাপ আসে, কিন্তু তারপর তৃতীয়বারের জন্য কাপ আনতে ১০ বছর অপেক্ষা করতে হলো। এদিকে সবচেয়ে বেশি কাপ নিজেদের ঘরে তোলার নিরিখে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুটি ফ্রাঞ্চাইজি দল পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, ডেকান চার্জাস এবং গুজরাত টাইটান্স একবার করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Economy of India: পাত্তা পাবে না জাপান, উড়ে যাবে চীন! ৩ ফর্মুলাতেই ভারত করবে বিশ্ব অর্থিনীতিতে বাজিমাত

২০২৪ সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপের অধিকারী হয়েছেন বিরাট কোহলি, তার সংগ্রহে রয়েছে ৭৪১ রান। পার্পল ক্যাপ অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন হর্ষল প্যাটেল, তার সংগ্রহে এসেছে ২৪ টি উইকেট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে বেছে নেওয়া হয়েছে সুনীল নারিনকে। ৪২ টি ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর অধিকারী হয়েছেন অভিষেক শর্মা। ৬৪ টি ৪ মেরে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন ট্রেভিস হেড। ইমার্জিং প্লেয়ার হিসাবে জায়গা করে নিয়েছেন নীতিস রেড্ডি। সেরা ক্যাচ তালুবন্দী করেছেন রমণদীপ সিং। ফেয়ার প্লেতে তালিকায় প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সেরা স্টেডিয়াম হিসাবে বিবেচিত হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।

এখন যদি পুরস্কারের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপের অধিকারী হওয়ার জন্য পেয়েছেন ১০ লক্ষ টাকা, হর্ষল প্যাটেল পার্পেল ক্যাপের অধিকারী হওয়ার জন্য পেয়েছেন ১০ লক্ষ টাকা, সুনীল নারিন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পেয়েছেন ১০ লক্ষ টাকা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থান অধিকার করার জন্য পেয়েছে ৬.৫ কোটি টাকা, তৃতীয় স্থান অধিকার করে ৭ কোটি টাকা পেয়েছে রাজস্থান রয়্যালস, রানার্স আপ হয়ে ১২.৫ কোটি টাকা পেল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স পেল ২০ কোটি টাকা।

Advertisements