Indian Railways Rules: রানিং ট্রেন থেকে নেমে আর উঠতে পারেননি! রেলের নিয়মে যা করতে হবে যাত্রীদের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার বিভিন্ন ট্রেনে এই বিপুল সংখ্যক যাত্রীরা যাতায়াত করেন। এমন বিপুল সংখ্যক যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে (Indian Railways) বলা হয়ে থাকে গণপরিবহনের মেরুদন্ড।

Advertisements

ভারতে যে সকল ট্রেন প্রতিদিন যাতায়াত করে থাকে সেই সকল ট্রেনের মধ্যে রয়েছে লোকাল ট্রেন, মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন ইত্যাদি। এই সকল ট্রেনে যে সকল যাত্রীরা যাতায়াত করেন তাদের মধ্যে অনেক যাত্রীদের দেখা যায় মাঝে কোন স্টেশন এলেই একবার ট্রেন থেকে নেমে ফের উঠতে। অনেকেই রয়েছেন যারা প্রয়োজনে রানিং ট্রেন থেকে স্টেশনে নেমে নিজের প্রয়োজন মিটিয়ে ফের ট্রেনে চড়ে যান।

Advertisements

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চলন্ত ট্রেন স্টেশনে দাঁড়ালেই জল কিনতে নামেন অথবা স্টেশন থেকে খাবার সহ অন্যান্য দরকারি জিনিস কিনতে নামেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা ট্রেন ছাড়ার আগেই ট্রেনে উঠে পড়েন, কিন্তু যদি এই ধরনের ঘটনায় ট্রেন মিস হয়ে যায় তাহলে কি হবে? ভারতীয় রেলের নিয়ম (Indian Railways Rules) অনুযায়ী ওই যাত্রী কি নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কোন বাড়তি সুবিধা পাবেন?

Advertisements

আরও পড়ুন ? New AC Trains: পুরো এসি নতুন দু’জোড়া ট্রেন পেল বাংলা, খরচ বন্দে ভারতের চেয়ে অনেক কম

এই ধরনের ঘটনা ঘটলে অনেক যাত্রীদের দেখা যায় তার কাছে আগে যে ট্রেনের টিকিট ছিল সেই ট্রেনের টিকিট নিয়েই অন্য কোন ট্রেনে সফর করতে। যদি এমন ঘটনায় কোন যাত্রী কোন লোকাল ট্রেনে সফর করছেন এবং তার টিকিটের মেয়াদ রয়েছে, তাহলে তিনি অন্য কোন লোকাল ট্রেনে সফর করতে পারবেন। তবে যদি তার কাছে থাকা লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তাকে পুনরায় টিকিট বুকিং করতে হবে। কেননা লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ টিকিটের গায়ে লেখা থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আলাদা আলাদা হয়। কোন কোন লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ হয় এক ঘন্টা, আবার কোন কোন লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ ৩ থেকে ৪ ঘন্টাও হয়ে থাকে।

এখন যদি কোন যাত্রী কোন এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করে যাত্রা করছেন এবং সেই যাত্রা পথে তার সঙ্গে এমন কোন ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু ওই যাত্রীকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য একেবারে নতুন টিকিট বুক করতে হবে। কেননা ওই যাত্রীর টিকিট ছিল নির্দিষ্ট ট্রেনের জন্যই। স্বাভাবিকভাবেই তাকে অন্য কোন ট্রেনে সফর করতে হলে নতুন করে টিকিট করাটা বাধ্যতামূলক।

Advertisements