ট্রেন বা বাসে কোন সিটে বসলে সবেকে নিরাপদদ থাকবেন? সুরক্ষিত থাকতে কোন সিট নম্বর বেছে নেবেন?
বিশেষজ্ঞদের মতে ট্রেনে সবসময় মাঝের কামরা বেছে নেওয়ার চেষ্টা করুন। মাঝে কোচ না পেলে যে কোনও কোচের মাঝামাঝি সিট বেছে নিন।
এক্ষেত্রে এসি ৩ টায়ারের জন্য বেছে নিতে পারেন ৩০ থেকে ৪০ নম্বরের মধ্যে সিট। যেকনোও কোচে মাঝামাঝি আসন নিন।
বাসে যাতায়াতের সময়ও মাঝের সিটে বসার চেষ্টা করুন। এতে ঝাঁকুনি কম লাগবে। দুর্ঘটনা হলে আঘাতও লাগবে কম।
কিন্তু সব চারচাকা গাড়িতে মাঝে বসার সুযোগ নেই। তবে ৭ সিটের গাড়ি হলে অবশ্যই মাঝে বসুন। এটি শিশু ও বয়স্কদের জন্য সবথেকে সুরক্ষিত আসন।
কারণ বা, ট্রেন সহ বিভিন্ন দুর্ঘটনায় দেখা গিয়েছে সামনের অথবা পিছনের দিক সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেষ তুলনায় মাঝের অংশে আঘাত কম।
আরও পড়ুন. . .
Learn more