আগামী ২৩শে জুলাই ২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024)  পেশ করা হবে। আর এখানেই লুকিয়ে আছে একটা ট্যুইস্ট।

ভারতের বাণিজ্য মহল মতে, বিভিন্ন অনলাইন গেমিং কোম্পানিগুলির কাছে এবারের বাজেট বেশ গুরুত্বপূর্ণ হবে।

ভারতে অনলাইন গেমের বাজার ২০২২এ ছিল ভারতীয় মুদ্রায় ১৮১ বিলিয়ন টাকা। সেটাই ২০২৪ সালের শেষে গিয়ে বেড়ে ২৬৯ বিলিয়ন টাকাতে দাঁড়াবে বলে মত।

সমীক্ষা বলছে, ২০২৪ সাল নাগাদ, গেমিং অ্যাপ ব্যবহারকারী সংখ্যা ৯১৬ মিলিয়ন হতে পারে। এদের মধ্যে ২৪০ মিলিয়ন ব্যাবহারকারীই যুক্ত থাকবেন রিয়েল-মানি গেমিংয়ে।

খবর, ভারতীয় চলচ্চিত্র জগত থেকে যে রাজস্ব আদায় হয়, তাকে ছাপিয়ে গিয়েছে এই অনলাইন মোবাইল গেময়ের রাজস্বের পরিমাণ।

বিশেষজ্ঞ মহলের ধারণা, অনলাইন গেমিং সেক্টরকে আরও উৎসাহিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আর্থিক উপদেষ্টাদের মতে এর ফলে অনলাইন গেমিং সেক্টরে অনেক বেশি স্বচ্ছতা আসবে। গোটা বিষয়টির উপরে সরকারি নজরদারি বাড়বে।

আরও পড়ুন. . .