গরমে নাজেহাল সারা বাংলা। গরমের হাত থেকে পরিত্রাণ পেতে হিড়িক পড়েছে গাছ লাগানোর।
তেমনই গাছ লাগাচ্ছেন খয়রাশোল গ্রামের বাসিন্দাগন।
হজরতপুরগামী পাকা রাস্তার দুইদিক বরাবর লাগানো হচ্ছে, শাল, বট, কদম, বকুল, শিরীষ, কৃষ্ণচূড়ার মতো নানা প্রজাতির গাছের চারা।
এই মহতী উদ্দেশ্যে এগিয়ে এসেছেন গ্রামের সনৎ বাউড়ি, বুদ্ধদেব বাউড়ি, মলয় বাউড়ি, প্রকাশ ঘোষ, সৌরভ ঘোষেরাদের মত তরুণেরা।
অন্তত ৫০০ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।
তবে গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, সেই চারাগাছ বাঁচানোর জন্য দেওয়া হচ্ছে বেড়া।
আশা এর ফলে তাপপ্রবাহের জোর কিছুটা যদি কমে।