রোজ প্রায় অল্প থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু গরম কমছে কোথায়?

ঘরের ভেতরে তৈরি হচ্ছে অস্বস্তিকর গরম। আর সেই গরম থেকে বাঁচতে চালাতেই হচ্ছে এসি।

কিন্তু প্রশ্ন হল বাইরে বর্ষার ফলে তাপমাত্রা তুলনামূলক অনেক কম। কিন্তু আদ্রতা অনেক বেশি। তাই ঘরের ভেতর ঠিক কত ডিগ্রিতে এসি চালানো যেতে পারে?

সবথেকে ভালো হয় যদি আপনারা ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে এসি চালিয়ে রাখতে পারেন। এতে বাইরের সাথে ঘরের ভেতরে তাপমাত্রার একটি সামঞ্জস্য বজায় থাকে।

কিন্তু আপনার ঘরে যদি অনেক পুরনো এসি থাকে, তবে তা ২৬ থেকে ২৮ এ দিলে সহসা ঘর ঠান্ডা হবে না।

তবে যদি খুব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় বা প্রবল হাওয়া বয় তবে এসির বাইরের তারগুলি একবার ভালোভাবে চেক করে নিতে হবে। অথবা সেই সময় এসি বন্ধ রাখাই শ্রেয়।

বর্ষার সময় প্রতিনিয়ত এসির ফিল্টার পরিষ্কার রাখতে হবে। সার্ভিসিং করাতে হবে অথবা এসিকে রেইন মোডে রাখতে।