সময় ছিল হাতে মাত্র ৪৫ মিনিট। যিনি দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন, সেই দেশ থেকেই মাত্র এক কাপড়েই বেরিয়ে যেতে হয়।

আপাতত দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনাদের আস্তানাতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা।

গত সোমবার তারা কোনো রকমে পিঠ বাঁচিয়ে ভারতে পা রাখেন। তাই হাতেগোনা নিত্য প্রয়োজনে জিনিস ছাড়া কিছুই আনতে পারেননি।

গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনাদের যে শপিং কমপ্লেক্স হয়েছে সেখানেই আপাতত দিন চালাবার মত জামা কাপড় ও অন্যান্য জিনিস কেনাকাটি করতে যান।

পুরনো স্বভাবেই অনেক কিছু কেনায় মোট বিল হয় ৩০,০০০ টাকা। দুঃখের বিষয় একজন দেশের প্রধানমন্ত্রী থাকা সত্বেও বর্তমানে তার কাছে ৩০ হাজার টাকাও কম পড়ে।

আজ এমনই অবস্থা যে তিনি শপিংয়ের বিল মেটাতে অক্ষম। তবে জানা গিয়েছে যে তিনি পরবর্তীতে আবার বাংলাদেশেই ফিরে যাবেন।