সব সময় পাঠ্য বই থেকে যে সবকিছু জানা যায় তেমনটি নয়। সবকিছু জানতে গেলে জেনারেল নলেজ পড়তে হয়।

এই জেনারেল নলেজ কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষাগুলিতে অনেক প্রশ্নই এই সাবজেক্ট থেকে আসে।

পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে। কেউ ছোট, কেউ বড়, কেউ আবার দেখতে অদ্ভুত, কারো আবার শূঢ় আছে।

কিন্তু আপনারা কি জানেন এমন এক প্রাণীর নাম যার রক্ত লাল নয়, কালো নয় বরং হলুদ।

আরশোলার রক্ত কিন্তু লাল নয় সাদা, নিউগিনি নামক গিরগিটির রক্ত আবার সবুজ।

ইউনিকেট নামক এক সামুদ্রিক শসার রক্ত হলুদ। আবার গুবরে পোকারও হলুদ রক্ত। রক্তে ভ্যানাবিন প্রোটিন বেশি থাকে বলে হলুদ হয়।