আশনা চৌধুরীর জন্ম উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুয়া এলাকায়। পড়াশোনা করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এবং উদয়পুর স্কুলে।

 ছোট থেকেই মেধাবী আশনা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৬.৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হন। তারপর ইংরেজি সাহিত্য নিয়ে কলেজ পাশ করেন।

কলেজের পড়াশোনার শেষে বাবা-মায়ের ইচ্ছায় ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে থাকেন। 

স্নাতক পরীক্ষা শেষ করে পরের বছরই ২০২০ সালে প্রথমবারের মতো ইউপিএসসি পরীক্ষাতে বসেন তিনি। যদিও তার প্রথমবারে প্রচেষ্টা ব্যর্থ হয়।

২০২১ সালে আবার ইউপিএসসি পরীক্ষায় বসেন আশনা। কিন্তু দ্বিতীয় বারও পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি।

পরপর দুইবার ব্যর্থ হবার পর ২০২২ সালে ৯৯২ নম্বর পেয়ে ১১৬ নম্বর র‍্যাঙ্ক করে ইউপিএসসি পাশ করেন তিনি। মজার কথা হলো তিনি এই তিনবারই পরীক্ষা দিয়েছেন কোনরকম কোচিং না নিয়ে।

বর্তমানে তিনি উত্তরপ্রদেশের আইপিএস পদে চাকরি করছেন। তবে চাকরির পাশাপাশি তিনি সমাজমাধ্যমেও যথেষ্ট পরিচিত। ইনস্টাগ্রামে তার আড়াই লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।