সেরা মাইলেজ, দুর্দান্ত লুক এবং ফাটাফাটি ফিচার্সের সাথে তিনটি ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করেছে ওলা।
আলাদা আলাদা ভ্যারিয়েন্টে ওলা রোডস্টার, ওলা রোডস্টার এক্স এবং ওলা রোডস্টার প্রো নামে ৩টি ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে ওলা ইলেকট্রিক।
ভারতে ওলা রোডস্টারের ৩টি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম), ১ লক্ষ ১৯ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং ১ লক্ষ ৩৯ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
এই ইলেকট্রিক মোটরসাইকেল ফুল চার্জে 579 কিলোমিটার যেতে পারে, সর্বোচ্চ গতি ১২৬ কিমি/ঘন্টা। দাম অনুসারে ব্যাটারি ক্ষমতা যথাক্রমে ৩.৫ kWh, ৪.৫ kWh এবং ৬ kWh।
ওলা রোডস্টার এক্সেরও তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। ২.৫ kWh, ৩.৫ kWh এবং ৪.৫ kWh ব্যাটারি যুক্ত মোটরসাইকেলগুলির দাম যথাক্রমে ৭৪ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম), ৮৪ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম) এবং ৯৯হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ১২৪ কিলোমিটার/ঘন্টা এবং একবার ব্যাটারি ফুল চার্জ দিলে ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। মোটরসাইকেলটির জন্য বুকিং শুরু হলেও ডেলিভারি করা হবে জানুয়ারি, ২০২৫ থেকে।
ভারতে ওলা রোডস্টার প্রো এর দুটি ভ্যারিয়েন্ট রাখা হয়েছে। ৮ kWh এবং ১৬ kWh ভেরিয়েন্ট দুটির দাম যথাক্রমে ১ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা (এক্স শোরুম) এবং ২ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা (এক্স শোরুম)।
এই মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ১৯৪ কিলোমিটার/ঘন্টা। একবার ফুল চার্জে মোটরসাইকেলটি ৫৭৯ কিলোমিটার পর্যন্ত চলবে। এই বাইকটিরও বুকিং শুরু হয়ে গিয়েছে, তবে ডেলিভারি হবে দীপাবলি, ২০২৫।