বাংলাএক্সপি ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে যেগুলিতে মুদ্রাও বিভিন্ন রকমের হয়। মুদ্রার যেমন আলাদা আলাদা নাম রয়েছে, ঠিক সেইরকমই আবার সেইসব মুদ্রার ভ্যালুও বিভিন্ন রকম। সম্প্রতি ভারতে যেমন একসময় সর্বোচ্চ নোট ছিল ২০০০ টাকার। যা এখন বন্ধ হয়ে গিয়েছে। ঠিক সেই রকমই পাকিস্তান চালু করতে চলেছে নতুন ৫০০০ টাকার নোটের। পাকিস্তানে চালু হতে চলা এমন ৫০০০ টাকার নোটের ভ্যালু (Pakistan Currency Value) ভারতীয় মুদ্রায় কত হবে?
ভারত ও পাকিস্তান একসময় একটি দেশ ছিল, দুই দেশ স্বাধীনও হয় একই সময়ে। তবে প্ল্যানিং থেকে শুরু করে অন্যান্য পরিকাঠানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মুদ্রার ভ্যালু ভারতের মুদ্রার তুলনায় অনেক কম। একই মহাদেশের দুই প্রতিবেশী রাষ্ট্র হয়েও মুদ্রার মূল্যে পাকিস্তানকে বলে বলে গোল দিয়ে থাকে ভারত। যেকারণে ভারতীয়রা সবসময় আর্থিক দিক দিয়ে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। ভারতের জিডিপি পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক সম্প্রতি ৫০০০ টাকার নোট লঞ্চ করার বিষয়ে ঘোষণা করেছে। চলতি বছর শেষের দিকেই তারা এমন নোটের প্রচলন শুরু করে দেবে বলে জানিয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি তারা পলিমার প্লাস্টিকের নোট আনতে চলেছে, যাতে সহজেই নষ্ট হয়ে না যায় এবং সহজেই জাল করা না যায়। এর পাশাপাশি পুরাতন নোটগুলিকে নতুন করে ডিজাইন করা হবে বলেও জানানো হয়েছে।
পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের গভর্নর জামিল আহমেদ জানিয়েছেন, সমস্ত কাগজের মুদ্রার বদলে ডিসেম্বরে নতুন ডিজাইনের নোট আনা হবে। নতুন ১০, ৫০, ১০০, ৫০০, ১০০০ ও ৫০০০ টাকার নোট চালু করা হবে। ইসলামাবাদে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স কমিটির বৈঠকে এমনটা জানান তিনি। জামিল আহমেদের এমন নতুন ঘোষণার পর পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে নতুন নোট নিয়ে একদিকে যেমন কৌতূহল বাড়ছে, ঠিক সেইরকমই পুরাতন নোটের কি হবে তা নিয়েও কৌতূহলের শেষ নেই।
পাকিস্তানের পাশাপাশি পাকিস্তানে নতুন মুদ্রার নোট চালু হওয়ার খবর ছড়াতেই ভারতীয়দের মধ্যেও কৌতূহল, পাকিস্তানের ওই ৫০০০ টাকার ভ্যালু ভারতে কত হবে? আসলে পাকিস্তান যতই নতুন অঙ্কের বা নতুন ধরনের নোট চালু করুক না কেন মুদ্রার ভ্যালুতে কোন পরিবর্তন আসছে না। সেক্ষেত্রে পাকিস্তানে যে ৫০০০ টাকার নতুন নোট চালু হতে চলেছে তার ভ্যালু ভারতীয় মুদ্রায় মাত্র ১৫১৬ টাকার সামান্য এদিক-ওদিক। অর্থাৎ আপনার কাছে যদি ১৫১৬ টাকা থাকে তাহলেই আপনি পাকিস্তানের ৫০০০ টাকার নোট পেয়ে যাবেন।