তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০২১ সালে প্রথম পরিবারের একজন করে মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য চালু হয় “লক্ষ্মী ভান্ডার”।

জেনারেল কাস্টের মহিলারা মাসে মাসে ৫০০ টাকা এবং SC, ST বা নিম্নজাতির মহিলাদের জন্য মাসিক ভাতা ছিল ১০০০ টাকা করে।

২০২৪ এর লোকসভা ভোটের আগে ঘোষণা করা হয় যে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে এবং তা এপ্রিল থেকে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

যারা ৫০০ পেতেন তাদের ১০০০, আর যারা ১০০০ পেতেন তাদের ১২০০ করে দেওয়া হয়।

তবে আরজিকরের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসংখ্য মহিলারা তীব্র প্রতিবাদ জানান  এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েনা।

অনেকেই লক্ষ্মী ভান্ডার বা পুজোর সময় ক্লাবে টাকা দেওয়ার বিরোধিতা করেন। যার ফলে লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন শুরু করার কথা ভাবে সরকার।