বাংলাদেশের শিল্পী ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ বোলপুর পুলিশের বিরুদ্ধে

অমরনাথ দত্ত : বাংলাদেশের শিল্পকলা একাডেমীর পরিচালক আশরাফুল আলম পাপলু ও বাংলাদেশের সাংবাদিক ইমদাদুল হক শফী শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারীতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই সকল ব্যক্তিদের হেনস্তা করার অভিযোগ উঠেছে সাদা পোশাকের বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে। যা নিয়ে আজ ক্ষোভ উগরে দেন বাংলাদেশী ওই শিল্পী সাংবাদিকরা।

আজ রীতিমতো সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তারা। তারা জানান, “মঙ্গলবার রাতে এগারোটা নাগাদ কয়েকজন সাদা পোশাকের পুলিশ আর্ট গ্যালারির নিচে এসে চিৎকার করতে থাকলে আমরা সেখানে পৌঁছায়। তারপর বিদেশি অতিথির সামনেই তাপস মল্লিকের সাথে অভব্য আচরণ করা হয়। এমনকি তাকে পুলিশের গাড়িতে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়।”

এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠেছে শান্তিনিকেতনের মতো জায়গায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে। বিদেশি ওই শিল্পী এবং সাংবাদিক এও জানিয়েছেন, “আমরা ভারতকে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে গণ্য করে থাকি। ভারত আমাদের খুব ভালো বন্ধু। অথচ এই দেশেই শান্তিনিকেতনের মতো জায়গায় এইভাবে পুলিশের অভব্য আচরণের সম্মুখীন হতে হবে ভেবে উঠতে পারিনি। আমরা ব্যথিত।”

গতকাল রাতের এই ঘটনা নিয়ে শিল্পী তাপস মল্লিক জানান, “ঘটনার পর আমরা জেলার পুলিশ সুপার মহাশয়কে মেসেজ করে সবকিছুই জানিয়েছি। আজ আমরা এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করছি।”