নানুরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি এক বিজেপি কর্মী

অমরনাথ দত্ত : ৬ই তারিখ রাত্রিবেলায় বীরভূমের নানুর থানার রামকৃষ্ণপুর এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়। পাশাপাশি ওই গ্রামে চলে ব্যাপক বোমাবাজি। বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

আহত বিজেপি কর্মীর নাম স্বরূপ গঁড়াই। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বোলপুর সুপার স্পেশালিটিতে।

বিজেপির অভিযোগ, গতকাল নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামে বিজেপি কর্মীরা বিজেপির পতাকা টাঙ্গায়। তারপর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ও বন্দুক নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের উপর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঘটনায় তৃণমূলের ৭ জন এবং বিজেপির ৩ জনকে আটক করেছে নানুর থানার পুলিশ। গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে।

ঘটনার পর আজ নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামে বিজেপির যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরা পরিদর্শনে যাবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।