দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বিশালাকার বোমা উদ্ধার বীরভূমে, এলাকায় চাঞ্চল্য

লাল্টু : বিশালাকার গোলা (বোমা), যা বর্তমানে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। উদ্ধার হওয়া ওই বোমাটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের অনুমান, বিশালাকার এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।

ঘটনাটি ঘটেছে বীরভূমের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামের কাছে। সেখানে থাকা অজয় নদের চরে এই বোমাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গতকাল অর্থাৎ শুক্রবার এই বোমাটি উদ্ধার হওয়ার পর থেকেই পুলিশ বোমাটিকে ঘিরে রেখেছে।

উদ্ধার হওয়া এই বোমাটি দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মত। তবে এর আকৃতি গ্যাস সিলিন্ডারের প্রায় দ্বিগুণ। পুরো বোমাটিই লোহা দিয়ে তৈরি। এগুলিকে মেটাল বোমা বলা হয়ে থাকে। তবে বীরভূমের অজয় নদের তীরবর্তী এলাকায় এমন ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কালের বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে।

২০১০ অজয় নদ তীরবর্তী কোটা গ্রামে এমন ধরনের একটি গোলা ভারী বস্তু দিয়ে ভাঙতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। এছাড়াও সম্প্রতি বছর তিনেক আগেই এমন একটি বিশালাকার গোলা উদ্ধার হয়েছিল ওই কোটা গ্রামেই। সময়টা ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাস। সেই সময় এই গোলাটি নিষ্ক্রিয় করে যান ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা।