MRP-র থেকে বেশি নিয়েছিল ৪ টাকা, শপিংমলকে ফাইন গুনতে হল ৪০০০

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের মতো দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে গিয়েছে শপিংমল। সেই সকল শপিংমল থেকে ক্রেতাদের জিনিসপত্র কেনার হিড়িকও দেখা যায়। মূলত সস্তায় জিনিসপত্র কেনার জন্য গ্রাহকরা সেই সকল শপিংমলের দিকে বেশি ঝুঁকেন। এছাড়াও এক জায়গাতেই সব জিনিসের ভান্ডার পাওয়ার ফলে গ্রাহকদের সুবিধা অনেকটা বেড়ে যায়।

তবে এরকমই একটি ডিপার্টমেন্টাল স্টোর নিয়ন্ত্রণকারী একটি বহুজাতিক সংস্থাকে MRP-র থেকে বেশি দাম নেওয়ার অভিযোগে জরিমানা দিতে হলো। নির্ধারিত দামের তুলনায় ওই সংস্থা ৪ টাকা দাম বেশি নিয়েছিল আর তার পরিবর্তে ওই সংস্থাকে ৪০০০ টাকা জরিমানা গুনতে হলো।

এমন ঘটনাটি ঘটেছে এই বাংলাতেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এনএস রোডে অবস্থিত একটি ডিপার্টমেন্টাল স্টোরের ক্ষেত্রে এমন জরিমানার ঘটনা ঘটেছে। রায়গঞ্জের দেবী নগরের বাসিন্দা মিন্টু সরকার ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ২০০ গ্রাম ওজনের একটি মাশরুম প্যাকেট কিনেছিলেন। যে মাশরুম প্যাকেটে দাম লেখা ছিল ৫৯ টাকা। কিন্তু তার থেকে নেওয়া হয়েছিল ৬৩ টাকা। চার টাকা দাম বেশি নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কনজিউমার ফোরামের দ্বারস্থ হন।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয় এবং তার চূড়ান্ত শুনানি হয় ৭ ফেব্রুয়ারি ২০২৩। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার শুনানিতে নির্দেশ দেওয়া হয় মামলা করার জন্য ১০০০ টাকা এবং মানসিক অশান্তি ও ক্ষতিপূরণ বাবদ আরও ৩০০০ টাকা দিতে হবে ওই সংস্থাকে।

বহু ক্ষেত্রেই বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে এমন ঘটনা ঘটে থাকে। সেই সকল ঘটনাকে কেন্দ্র করে অনেক জায়গায় ক্রেতাদের সঙ্গে বচসা দেখা যায়। তবে অনেকেই রয়েছেন যারা এই ধরনের মামলার প্যাঁচে জড়াতে চান না। তবে মিন্টু সরকার যা করে দেখিয়েছেন তার ফলে এখন বহু গ্রাহকদের মধ্যেই সচেতনতা বৃদ্ধি হচ্ছে এবং তারা এই ধরনের কাজ করার পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্টাল স্টোরগুলির উপর যেমন ক্ষুব্ধ, সেই রকমই এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খুশিও।