চপ বিক্রেতা থেকে রাতারাতি কোটিপতি, ভাগ্য ফেরাল মাত্র ৩০ টাকা

লাল্টু : ভাগ্যের চাকা কখন কার ঘোরে কেউ জানে না। ঠিক এমনটাই হয়েছে বীরভূমের এক চপ বিক্রেতার ক্ষেত্রে। রাতারাতি তিনি কোটিপতি হয়ে গেলেন মাত্র ৩০ টাকার দৌলতে। বিষয়টি অবাক করা হলেও এটাই সত্যি।

রাতারাতি এইভাবে কোটিপতি হলেন বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতকেঁদুরী এলাকার বাসিন্দা প্রদীপ দে। তিনি ঠেলাগাড়ি করে তেলেভাজা বিক্রি করেন। তবে আর পাঁচটা মানুষের মতো তারও স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো তার।

প্রদীপ দে তার স্বপ্ন পূরণ করার জন্য মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন। সেই লটারির টিকিটতেই একদিন তার কোটি টাকা লাগবে এমনই স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয় মঙ্গলবার সন্ধ্যায় কাটা একটি সংস্থা টিকিটে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ টিকিট কাটার পর মাত্র ১ ঘন্টার মধ্যেই জানতে পারেন তার টিকিটে কোটি টাকার পুরস্কার এসেছে।

মঙ্গলবার নিজের কাজে বের হওয়ার সময় প্রদীপ দেখতে পান এক টিকিট বিক্রেতা যিনি ঘুরে ঘুরে টিকিট বিক্রি করেন তার কাছে একটি নম্বরের টিকিট রয়েছে। কিছুক্ষণ পর ফের তিনি দেখতে পান ওই টিকিট এখনো বিক্রি হয়নি। তখন তিনি মনস্থির করে ফেলেন ওই টিকিটটি কেনার বিষয়ে। তবে কারোর জানা ছিল না বিক্রি না হওয়া ওই টিকিটেই কোটি টাকার পুরস্কার উঠে আসবে।

প্রদীপ দে এইভাবে কোটিপতি হয়ে ওঠার পর জানিয়েছেন, তিনি এই অর্থ দিয়ে নিজের মনোমত একটি বাড়ি তৈরি করতে চান। বাড়ি তৈরি করার পাশাপাশি নিজের তেলেভাজার ব্যবসা আরও শ্রীবৃদ্ধি করতে চান এবং ছেলেমেয়েদের পড়াশোনার জন্য খরচ করবেন।