নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পেরিয়ে গেল এক মাস। তবু অভিনেতার মৃত্যু রহস্য এখনো উদ্ঘাটিত হলো না। সুশান্তের সেই মুগ্ধ করা কমল হাসি মুখ তাঁর ভক্তদের মনে এখনও জীবিত, মনে পড়লেই শোকে বিহ্বল হচ্ছেন তারা। তবে এসবের মাঝেই আরও একটি খবর প্রকাশ্যে আসায় উন্মাদনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সুশান্তের জীবনী নিয়ে তৈরি করা হবে একটি ছবি। সেই গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে দিল ‘সুইসাইড অর মার্ডার, অ্যা স্টার ওয়াজ লস্ট’ ছবির ফার্স্ট লুক। সোমবারই প্রথম প্রকাশ হয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবির মুখ্য চরিত্রে অর্থাৎ সুশান্তের চরিত্রে দেখা যাবে টিকটক স্টার শচীন তিওয়ারিকে। তাকে দেখতেও অবিকল সুশান্তের মতন।
জানা গিয়েছে, বিজয় শেখর গুপ্তা প্রযোজিত এই ছবির পরিচালক হলেন শমীক মৌলিক। মুখ্য চরিত্রের অভিনেতা শচীন তিওয়ারির কথা জানা গেলেও এখনও বাকি কাস্টের সম্পর্কে কিছু জানা যায়নি। ছবির সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধা পন্ডিত।
‘কাই পো চে’ (২০১৩) থেকে সুশান্তের অভিনয় যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে বহু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। প্রাক্তণ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি ‘এমএস ধোনি, দ্য আনটোলড স্টোরি’ ছবিতে তিনি সবাইকে শিখিয়ে ছিলেন কি করে বারবার মুখ থুবড়ে পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে শক্ত হয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। ‘ছিছড়ে’ ছবিতে যিনি নিজে ডিপ্রেশনের সাথে লড়াই কি করে করতে হয় তা শিখিয়ে ছিলেন। ছবিতে যিনি নিজে বলেছিলেন, আত্মহত্যা কোন সমাধান হতে পারে না, আজ তিনি নিজেই তার ভক্তদেরকে ছেড়ে বহু দূরে চলে গেছেন।