সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ! উল্টো পুরাণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে আট থেকে আশি সকলের মজেছেন মুঠোফোনে। কারণ এই মুঠো ফোনের মধ্যেই লুকিয়ে রয়েছে যত চমক। মুঠোফোনের দৌলতেই দুনিয়ার চমকপ্রদক জিনিসগুলি সকলের সামনে উঠে আসছে নিমেষে। আর এই সকল চমকপ্রদ বিষয়গুলির মধ্যে ঢুকে রয়েছে অবিশ্বাস্য বেশকিছু বিষয়ও।

মঙ্গলবার এমনই একটি অবিশ্বাস্য ভিডিও ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যে ভিডিওটি দেখে চমকে গেছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

আমাদের সকলেরই জানা সাপ এবং ব্যাঙের মধ্যে রয়েছে খাদ্য খাদকের সম্পর্ক। আর এই খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী সাপ ব্যাঙকে খেয়ে থাকে। ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন জায়গায় এমন দৃশ্য দেখেও আসছি। কিন্তু যদি বলা হয় সাপকে খাচ্ছে ব্যাঙ, তাহলে বোধহয় তা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। ঠিক এমনই উল্টোপুরাণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই ফরেস্ট অফিসার।

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপের মধ্যে সবুজ রঙের একটি ব্যাঙ একটি সাপকে ধরে গিলে খাওয়ার চেষ্টা করছে। আর সেই ব্যাঙ এর হাত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সাপটি। আর এই ভিডিওটি পোস্ট করার সময় ওই ফরেস্ট অফিসার লিখেছেন, ‘সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ। বন্য জীবনের খাদ্যশৃঙ্খলে সবকিছুই সম্ভব।’ যদিও এই ভিডিওর পর সোশ্যাল নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

জানা গিয়েছে, ওই ফরেস্ট অফিসারের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই ভিডিওটি বেশ পুরাতন। সেটি অস্ট্রেলিয়ার একটি জঙ্গলের ব্যাঙের সাপ খাওয়ার ভিডিও। যদিও ভিডিওটি নতুন করে পোস্ট হওয়াই নেটিজেনদের মধ্যে উৎসাহ কম নয়।