‘প্রধানমন্ত্রী বাইরে যেতে বারণ করেছেন, যেও না’, দরজা আগলে খুদের শাসন

নিজস্ব প্রতিবেদন : পুরো দেশে জারি হয়েছে লকডাউন। জরুরি কোনো কারণ ছাড়া এখন ঘরের বাইরে যাওয়া উচিত নয়। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা কই!এখনো অবধি মানুষ সচেতন হন নি! তারা বাইরে বেড়িয়ে যাচ্ছেন কোনো কারণ ছাড়াই! জানিনা এই মানুষরা কবে সচেতন হবেন! আগামী ১৪ ই এপ্রিল অব্দি লকডাউন জারি থাকছে। ২১ দিনের মধ্যে সবে আট দিন হল আজ। এখনো বাকি দিনগুলো আমাদের সচেতনতার সাথে কাটাতে হবে। আরও বেশি সতর্ক ও মনে মনে প্রতিজ্ঞা বদ্ধ থাকতে হবে যে আমরা নিজেও বাঁচব এবং অপরকেও বাঁচতে সাহায্য করবো। এটি করার সবথেকে বেশি কার্যকরী পথ হলো লকডাউন।

লকডাউন যারা মানছেন না তাদের জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থাও নিচ্ছেন। কিন্তু কাকস্যপরিবেদনা! মানুষ শুনছে না! আর এবার দেখা গেলো একজন খুদে শাসন করছে লকডাউন বিধি মানার জন্য। খুদের এই শাসন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে মুহূর্তের মধ্যেই।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তিনি ঘরের বাইরে বেরোতে গেলে তার ছোট্ট মেয়ে তার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তাকে প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়ে ঘরের বাইরে বেরোতে মানা করছে। মেয়ে বাবাকে বলছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কিন্তু ২১ দিনের জন্য কাউকে বেরোতে মানা করেছেন।’ মেয়ে বাবাকে বলছেন-‘মত যাও।’

অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেছেন যে মেয়েটির বাবা এমন ভাবে তৈরি হচ্ছিলেন যেন তিনি এক্ষুনি অফিসে বেরোবেন আর তা ভেবেই এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার খুদে মেয়ে। সত্যি এক রতি ক্ষুদে মেয়ে যা বুঝছে তা এই দেশের বয়স্ক বৃদ্ধ মানুষ বুঝছে না আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অল্প শিক্ষিত মানুষ যা বুঝতে পারছে অতি শিক্ষিত মানুষরা আবার সেটাও বুঝছেন না। তাই অতি শিক্ষিত হয়ে লাভ নেই এই মুহূর্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যা বলছেন তাই মন দিয়ে শুনুন এবং ঘরে থাকুন।