ফের বিস্ফোরণ বীরভূমে, ভেঙ্গে পড়লো কংক্রিটের বাড়ির দেওয়াল

লাল্টু : ফের একবার বিস্ফোরণে উড়ে গেল কংক্রিটের বাড়ির দেওয়াল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল চারটে নাগাদ। বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মহম্মদপুর গ্রামে। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বীরভূমের এই গ্রাম। সূত্রের খবর সেখ নবির ও সেখ জিহু নামে দুই ব্যক্তি বসবাস করতেন ওই বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই পাশের বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সাহিনা খাতুন। তাকে বর্তমানে দুবরাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী, ঘিরে রাখা হয়েছে পুরো এলাকা। ওই বাড়ির আশেপাশে আর কোন জায়গায় বিস্ফোরক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মসজিদ বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে এই বাড়িতে।

আর এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, “বিজেপির গুন্ডারা বোমা রেখেছে, কি বলবো, ওরা এসব করছে।”

এবিষয়ে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের বক্তব্য, “খোয়াজ মহম্মদপুর গ্রাম দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, ওই গ্রামে আমাদের কোন সংগঠন নেই। তৃণমূলের লোকেরা এত পরিমান বোমা মজুত রেখেছে রোজ যদি একটা করে বিজেপি কর্মীদের খুন করে তাহলে ওদের বোমা শেষ হবে না।”

তবে এটাই প্রথম নয়, এর আগেও বিস্ফোরণের শব্দে বীরভূমের মাটি কেঁপেছে বহুবার। কাঁকড়তলা থানার অন্তর্গত বড়রা গ্রামে শেখ কালো নামে এক তৃণমূল নেতার কার্যালয়ে ঘটেছিল বিস্ফোরণের ঘটনা। তীব্রতা এতটাই ছিল যে কংক্রিটের দেওয়াল ও লোহার দরজা গিয়ে পড়েছিল প্রায় ২০০ মিটার দূরে। এছাড়াও খয়রাশোল ব্লক এলাকার এক তৃণমূল নেতার বাড়িতে মাস খানেক আগেই ঘটেছিল বিস্ফোরণের ঘটনা।

সদাইপুর থানার সাহাপুর গ্রামে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় সাত সকালে কেঁপেছিল রেঙ্গুনী গ্রাম। ঘটনায় আহত হয়েছিল একজন। বিস্ফোরণের তীব্রতার জেড়ে প্রায় ৫০০ মিটার দূরে অন্যান্য বাড়িতে দেখা গিয়েছিল ফাটল। লাভপুরে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরে ঘটেছিল বিস্ফোরণের ঘটনা। যদিও গভীর রাতে হওয়ায় এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও রয়েছে মল্লারপুরের মেঘদুত ক্লাবে বিস্ফোরণের ঘটনা। আর এদিন নতুন সংযোজন খোয়াজ মহম্মদপুর গ্রাম।