শাল নদীতে স্নান করতে নেমে মৃত্যু হলো সেচ কর্মীর

লাল্টু : শাল নদীর জলে তলিয়ে মৃত্যু হল সেচ দপ্তরের এক কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত কুলতোড়ের মিনি জলাধারে। মৃত ওই কর্মীর দেহ রবিবার উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোঘা গ্রামের ভাগু মার্ডি (৫২) কর্মস্থলে যান ডিউটিতে। এরপর সেখানে অফিসে জামা কাপড় খুলে স্নান করতে যান শাল নদীতে। সেখানেই কোনভাবে জলে তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ থাকার পর তার খোঁজখবর চালানো হলেও খুঁজে পাওয়া যায়নি। সারারাত ধরে তার খোঁজ চালান পরিবারের সদস্যরা।

রাতভর খোঁজ চালালেও তার কোনো রকম খোঁজ না মেলার পর রবিবার ভোর বেলা ওই কর্মীর দেহ নদীর জলে ভেসে ওঠে। এরপর দুবরাজপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করার পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

স্থানীয় বাসিন্দা বিপদতারণ হেমরম জানিয়েছেন, “গতকাল নিজের কর্মস্থলে ডিউটি করতে গিয়েছিলেন মৃত ব্যক্তি। তারপর তিনি শাল নদীতে স্নান করতে যান। দীর্ঘক্ষণ ধরে কোনরকম খোঁজখবর না মেলায় নদীতে শুরু হয় তল্লাশি। কিন্তু শনিবার তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, অবশেষে রবিবার ভোর পাঁচটা নাগাদ তার দেহ ভেসে ওঠে জলে।”

এমন দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে ওই সেচ দপ্তরের কর্মীর পরিবারে এবং এলাকায়।