আস্ত একটা সাপ ঢুকে পড়লো এটিএম মেশিনে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : নিজেদের বাসস্থান ছেড়ে সাপকে আমরা অনেক সময় দেখেছি লোকালয়ের মধ্যে ঢুকে পড়তে। সাপ বারংবার উদ্ধার হয়েছে গৃহস্থের বাড়ি থেকে, ঝোপঝাড় থেকে, সে ছবি নতুন নয়। তবে এবার একটি আস্ত সাপ ঢুকে পড়লো প্রথমে এটিএম কাউন্টার আর পরে একেবারে এটিএম মেশিনের ভিতর। যা দেখে হতবাক এলাকার বাসিন্দারা।আর সেই মূহূর্তের ক্যামেরাবন্দি করা ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, এটিএম মেশিনের ভিতর সাপ ঢুকে পড়ার এমন ঘটনা ঘটেছে গাজিয়াবাদে। সেখানে একটি আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম কাউন্টারের এমন ঘটনা ঘটেছে। এটিএম কাউন্টারের মধ্যে থাকা এটিএম মেশিনের ডিসপ্লের কাছে থাকা ছোট্ট ফুটো দিয়ে মাথা গুলিয়ে আস্ত এই সাপটি ঢুকে পড়ে মেশিনের মধ্যে। আর এমন ঘটনা দেখতে ঘটনাস্থলে জড়ো হন এলাকার বেশকিছু বাসিন্দারা। তারাই সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন।

ঘটনাস্থল গাজিয়াবাদের গোবিন্দপুরের প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি কম করে ৫ থেকে ৬ ফুট লম্বা ছিল। কোনো কারণবশত সে ওই এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে যায়। তারপর এদিক ওদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করে। ভয়ে কেউ কাছে যায়নি। কিন্তু বের হতে না পেরে ঢুকে পড়ে এটিএম মেশিনের ভিতর।

যদিও সাপটি এটিএম কাউন্টারের ঢুকে থাকা অবস্থা ও এটিএম মেশিনের ভিতরে ঢুকে পড়া অবস্থায় ঘটনা ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এর পরে কি ঘটেছে, সাপটিকে কি আদৌ উদ্ধার করা সম্ভব হয়েছে অথবা কিভাবে উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।