মহাশূন্যে দড়ির উপর হেঁটে বাজিমাত যুবকের, ভিডিও দেখে মাথা ঘুরছে দর্শকদের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে অলিতে-গলিতে নানান ধরনের প্রতিভাবান মানুষের খোঁজ পাওয়া যায়। সেই সকল প্রতিভা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার দৌলতে সর্বসম্মখে আসে। আবার কখনো এই সকল প্রতিভাবান ব্যক্তিদের নিজের প্রতিভার দৌলতে রেকর্ড করতে লক্ষ্য করা যায়। সেরকমই এক যুবকের কীর্তি দর্শকদের মাথা ঘুরিয়ে দিয়েছে।

সম্প্রতি ওই যুবকের এমন মাথা ঘোরানো কীর্তি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। পাশাপাশি ওই যুবক এমন কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করতে সক্ষম হয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করার পরেই গিনেস কর্তৃপক্ষ তার এমন বিরল কৃতিত্বের রেকর্ড ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সেই ভিডিও দেখে দর্শকদের মাথা ঘোরার পাশাপাশি তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এতকিছু বলার পর স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে কৌতুহল জাগতে পারে কি এমন করেছেন ওই যুবক? হ্যাঁ, সেটাই তো বলার। ওই যুবক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করার জন্য মাঝ আকাশে দুটি হট এয়ার বেলুনের মাঝে দড়ি বেঁধে তার ওপর হেঁটেছেন। তিনি যে উচ্চতায় এমন কৃতিত্ব করে দেখিয়েছেন তা হল ১৯০১ মিটার অর্থাৎ ৬২৩৬ ফুট উচ্চতায়। ওই যুবকের নাম হল রাফায়েল জঙ্গো ব্রিদি। সর্বাধিক উচ্চতায় এমন স্ল্যাকলাইন ওয়াকের জন্য এমন রেকর্ড করেছেন তিনি।

ইনস্টাগ্রামে আপলোড হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ওই যুবক মাঝ আকাশে এই বিশাল উচ্চতায় দুটি হট এয়ার বেলুনের মাঝে বাঁধা দড়ির মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলেছেন। অত্যন্ত সন্তর্পণে এক এক করে পদক্ষেপ ফেলতে লক্ষ্য করা গিয়েছে তাকে। এই পদক্ষেপের জন্য তার সাহসিকতার প্রশংসা করা হয়েছে সংস্থার তরফ থেকে।

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, ” সর্বোচ্চ উচ্চতায় স্ল্যাকলাইন ওয়াক করে দেখিয়েছেন রাফায়েল জঙ্গো ব্রিদি। এই অবিশ্বাস্য সাহসের কীর্তি অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। মাত্র ২৫ সেন্টিমিটার প্রশস্ত স্ল্যাকলাইন বরাবর হেঁটে এমন রেকর্ড তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।”