লকডাউনে চোরাপথে নদী পারাপার করতে গিয়ে বিপত্তি

লাল্টু : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চ মাসের ২৪ তারিখ থেকে দেশের সর্বত্র জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউন থাকাকালীন বীরভূম জেলা প্রথম থেকে ছিল গ্রীন জোন ভুক্ত। যদিও পরে তা অরেঞ্জ জোনে রূপান্তরিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ করা হয়েছে। রাজ্যের জেলাগুলিকে সিল করা অবস্থায় পারাপার করতে পারবে একমাত্র অত্যাবশ্যকীয় জিনিসপত্রের যানবাহন ও জরুরি সেবার সাথে যুক্তরা প্রশাসনের পরামর্শ নিয়ে। এমত অবস্থায় পুলিশি প্রহরা টপকে চোরাপথে নদী পারাপার করতে গিয়ে বিপত্তি, নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি।

বীরভূম ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার মাঝে রয়েছে অজয় নদ। সরকারি নির্দেশিকা অনুসারে সাধারণ মানুষের এই দুই জেলায় যাতায়াত করা আপাতত নিষিদ্ধ। যে কারণে দুই জেলার মাঝে থাকা অজয় নদের উপর অস্থায়ী ব্রিজে বসানো হয়েছে পুলিশি প্রহরা। সেই প্রহরা টপকে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কোটা গ্রামের কাছে মঙ্গলবার এক ব্যক্তি একটু নিচের দিকে সাইকেল নিয়ে নদী পারাপারের চেষ্টা করেন। আর ঠিক সেই সময় ওই ব্যক্তি অজয়ের জলে তলিয়ে যান।

ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ওই ব্যক্তিকে উদ্ধার করতে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও তলিয়ে যাওয়া ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। যদিও ওই ব্যক্তির এখনও পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি, তবে তার সাথে থাকা সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। নদীর জলে তলিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।