মালপত্র চাপিয়ে যেভাবে স্কুটি চালিয়ে গেলেন চালক, না দেখলে বিশ্বাস হবে না

নিজস্ব প্রতিবেদন : ওভারলোড, রাস্তাঘাটে অতিরিক্ত মালপত্র নিয়ে যাতায়াত করতে হামেশাই লক্ষ্য করা যায় লরি, ডাম্পার সহ বিভিন্ন মালবাহী যানবাহনকে। যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রেও অতিরিক্ত যাত্রী নিয়ে রাস্তা পারাপার করতে দেখা যায় বাস, অটো, টোটো ইত্যাদিকে। কিন্তু অতিরিক্ত মাল নিয়ে রাস্তায় স্কুটিকে কখনো এইভাবে ছুটতে দেখা যায় নি।

বর্তমান সময়ে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়েছে, সেই সময় এমন নানান ধরনের মজা এবং আশ্চর্যজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ঠিক একইভাবে সম্প্রতি এই ভিডিওটি আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি স্কুটি কিভাবে অতিরিক্ত মাল নিয়ে রাস্তায় ছুটে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি তেলেঙ্গানার। যেখানে দেখা যাচ্ছে এক চালক কিভাবে তার স্কুটিতে মালপত্র চাপিয়েছেন তাতে তারই বসার জায়গা নেই। গোটা স্কুটি যখন মালপত্র ভরে গিয়েছে, সেই সময় ওই চালককে দেখা গেল একেবারে স্কুটির পিছনে ঝুলতে ঝুলতে স্কুটি চালাতে। সত্যি বলতে এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না, এইভাবেও স্কুটিতে মালপত্র চাপিয়ে নিয়ে যাওয়া যায়!

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিস্কুটের সামনের চাকায় রয়েছে একটি মাল ভর্তি বস্তা বাঁধা। পা রাখার জন্য যে জায়গা সেখানে রয়েছে কয়েকটি বাক্স। চালকের সিটের জায়গাই রয়েছে একগুচ্ছ মালপত্র। এমন পরিস্থিতিতে ওই চালক স্কুটির একেবারে পিছনে ঝুলে ঝুলে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। আর এই স্কুটি চালানোর সময় ওই ব্যক্তিকে দেখা গিয়েছে নিজের পদযুগল গুটিয়ে রেখেছেন যাতে মাটিতে ঠেকে না যায়।

এইভাবে ওই চালকের স্কুটি চালানোকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি তেলেঙ্গানা রাজ্য পুলিশের তরফ থেকে এমন ঘটনা নিয়ে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে এই ভাবে ঝুঁকি নিয়ে কেউ যেন যানবাহন না চালান।