নিজস্ব প্রতিবেদন : বর্তমান অত্যাধুনিক যুগে প্রতিনিয়ত চলছে নতুন নতুন আবিষ্কার। এই সকল আবিষ্কারের মধ্যে রয়েছে গিয়ার ছাড়া গাড়ি চালানো, অটো ড্রাইভিং, এমনকি বর্তমানে খোঁজ চলছে চালক ছাড়াই গাড়ি আবিষ্কারের। এ নিয়ে ইতিমধ্যেই এলন মাস্ক প্রযুক্তির বিটা টেস্টিং শুরুও করে দিয়েছেন। তবে ভারতীয়দের কাছে এই সকল প্রযুক্তি যেন ছেলেখেলা।
বিষয়টি রসিকতার হলেও সম্প্রতি এমনই একটি রসিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা এই রসিকতাকেই প্রতিস্থাপিত করে। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে একটি মোটর বাইক দ্রুতগতিতে ছুটে চলেছে। ওই বাইকে রয়েছেন একজন আরোহী, তবে আশ্চর্যের বিষয় বাইকে কোন চালক নেই!
ডঃ আজাইটা নামে এক যুবতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ভিডিওটি আপলোড হওয়ার পর নজর কাড়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার। তিনিই আবার সেই ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেন। ইতিমধ্যেই এমন আশ্চর্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চালক না থাকা অবস্থায় ওই বাইকটি যখন এক আরোহীকে নিয়ে রাস্তায় দ্রুতগতিতে ছুটে চলেছেন সেই সময় তিনি ভিডিও করছিলেন তিনি ওই আরোহীকে জিজ্ঞেস করেন, ‘কে গাড়ি চালাচ্ছে?’ তখন ওই আরোহী কেবল মুচকি মুচকি হাসেন আর বলেন ‘উপরবালা’। আর এই সকল ঘটনা দেখে আনন্দ মাহিন্দ্রা যখন ভিডিওটি শেয়ার করেছেন সেই সময় মজার ছলেই ক্যাপশন দিয়েছেন, ‘লাভ দিস..মুসাফির হু ইয়ারো.. না চালক হে, না ঠিকানা।’
Love this…Musafir hoon yaaron… na chalak hai, na thikaana.. https://t.co/9sYxZaDhlk
— anand mahindra (@anandmahindra) October 20, 2021
ভিডিওটি দেখে অনেকে মজা নিলেও নেটিজেনদের অনেকেই মতামত পোষণ করেছেন, “এমন ভিডিও প্রমোট করা ঠিক নয়। কারণ এমন স্টান্ট মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে।”