শহরের মাঝে ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো দোতলা বাড়ি

হিমাদ্রি মন্ডল : বীরভূমের সিউড়ির বাজারপাড়া এলাকায় সবজি বাজারের পাশে দুপুর তিনটে নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। বাড়ি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা রামকৃষ্ণ আশ্রমের মিড ডে মিলের ঘর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অন্য এক বাড়ি দেওয়াল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দেড়শ বছরের পুরাতন এই বাড়ি। বারবার বাড়ির মালিক শ্যামল কুমার দাসকে জানানো হলেও পুরাতন বাড়ি ভেঙ্গে ফেলার কোনো উদ্যোগ নেয়নি সে। পাশাপাশি মৌখিকভাবে পৌরসভার কাউন্সিলরকে জানানো হয় এবিষয়ে। পৌরসভার তরফ থেকেও কোন সদর্থক ভূমিকা পালন করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ যে জায়গায় বাড়িটি অবস্থিত সেখানেই রয়েছে সবজি বাজার। প্রত্যেকদিন সকালবেলা এই সবজি বাজারে কয়েক হাজার লোকের আনাগোনা হয়, দুপুর না হয়ে যদি সকালে ভাঙ্গতো এই বাড়ি তাহলে কয়েকশো মানুষের মৃত্যু হতে পারতো। পাশাপাশি এই পুরাতন বাড়ির পাশেই রয়েছে জোনাকি ক্লাবের দুর্গা মন্ডপ। পুজোর সময় যদি এই দুর্ঘটনা ঘটতো তাহলে মৃত্যু হতে পারতো বহু মানুষের।

শুধু এই বাড়িটাই নয়, এরকম আরও অনেক বাড়িও রয়েছে এই পাড়ায়, যাদের অবস্থাও প্রায় ভগ্ন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

বাড়ির মালিকের ভাই অমল দাস ঘটনাস্থলে এসে উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিতে চাননি তিনি।