এমন ঠিকানা, ডেলিভারি বয় দেখে থ, হাসি চেপে রাখতে পারবেন না আপনিও

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারত এখন ডিজিটাল যুগে দৌড়াচ্ছে। ডিজিটাল যুগে দৌড়ানোর সঙ্গে সঙ্গে বাড়িতে বসেই সবাই জামা কাপড় কেনা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিনে নিচ্ছেন। flipkart, amazon সহ অন্যান্য যে সকল অনলাইন বিপণানি সংস্থা রয়েছে সেই সকল সংস্থা থেকে জিনিসপত্র কেনার জন্য গ্রাহকদের অবশ্যই নিজেদের ঠিকানা দিতে হয়। সেই রকমই এমন একটি ঠিকানা পাওয়া গিয়েছে যা দেখে ডেলিভারি বয় থ হওয়ার পাশাপাশি হাসি চেপে রাখতে পারছেন না কেউ।

অনলাইনে ক্রয় করা জিনিসপত্র ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে ডেলিভারি বয়দের বহু সময় সমস্যায় পড়তে হয়। কারণ ঠিকানার ক্ষেত্রে উল্লেখ থাকে গ্রাহকের নাম, নিকটবর্তী ল্যান্ডমার্ক, আর বাকি ঠিকানা। এক্ষেত্রে ডেলিভারি বয় যখন ডেলিভারি দিতে আসেন তখন গ্রাহকদের ফোন করে অর্ডার করা জিনিস ঠিক কোন জায়গায় তা জেনে নেন এবং সেখানে পৌঁছে যান।

তবে একজন ক্রেতা যেভাবে তার ঠিকানা দিয়েছেন তাতে ওই গ্রাহককে অনলাইনে কেনা জিনিস বাড়িতে পৌঁছানোর জন্য ফোন করার প্রয়োজন হবে না। কারণ তিনি তার ঠিকানার মধ্যেই তুলে ধরেছেন কোথায় থেকে কোন দিকে কিভাবে পৌঁছাতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি নিজের ঠিকানা লেখার পাশাপাশি কোন রাস্তা, কোনগুলি দিয়ে পৌঁছাতে হবে তাও উল্লেখ করে দিয়েছেন।

ফ্লিপকার্টে এমন ঠিকানা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই পোস্ট থেকে জানা যাচ্ছে, ভিখারাম নামে রাজস্থানের যোধপুরের কোন এক ব্যক্তি অনলাইন বিপণনী সংস্থা ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার দিয়েছিলেন এবং তার ডেলিভারি নেওয়ার জন্য এমন ঠিকানা ব্যবহার করেন।

ভাইরাল হওয়া ওই পোস্ট থেকে জানা যাচ্ছে, ভিখারাম বাবু তার জিনিস ডেলিভারি নেওয়ার জন্য নিজের ঠিকানাই লিখেছিলেন, “ভিখারাম, হরি সিং নগর। গিলাকোর গ্রামে ঢুকে ১ কিলোমিটার হেঁটে এলে ডান পাশে তার খামারের গেট পরবে। খামারে একটি লোহার গেট আছে। কাছাকাছি একটি ছোট গেটও রয়েছে এবং গেটের কাছে কালো দরজার ছিটকিনি রয়েছে। সেখানে এসে ফোন করুন। আমি এগিয়ে আসব।”

স্বাভাবিকভাবেই এই ধরনের ঠিকানা দেখে না হেসে থাকতে পারছেন না সোশ্যাল মিডিয়ার দর্শকরা।